উত্তরপ্রদেশে ফের ধাক্কা বিজেপির, ৪৮ ঘন্টায় দল ছাড়লেন দুই মন্ত্রী-সহ ৬ বিধায়ক

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগেই যোগী আদিত্যনাথ এর মন্ত্রিসভায় ধুন্ধুমার। যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য দলিত সম্প্রদায়কে অব”হেলার অভি”যোগ তুলে মঙ্গলবার দল ছেড়েছিলেন। এবার আরও এক মন্ত্রী দারা সিং চৌহান একই অভি”যোগ তুলে মন্ত্রিসভা ত্যা”গ করলেন।

ওই দুই মন্ত্রীর মন্ত্রিসভা ত্যাগ করা ছাড়াও দুই চার জন বিধায়ক গত দু’দিনে বি’জেপি ত্যাগ করেছেন। দিল্লিতে আসতে গেলে উত্তরপ্রদেশ হয়ে আসতে হয়, এমন অবশ্য বলা হয়। কেন্দ্রের রাজনৈতিক ক্ষ”মতার ভরকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রেও বিষয়টা কিছুটা তাই একই রকম। ঠিক সেই কারণে আগামী ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে সারা দেশ।

ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। এই মুহূর্তে এতজন বিজেপি নেতা কর্মীর দল ছেড়ে বেরিয়ে যাওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পদ”ত্যাগপত্রে বুধবার দারা সিং চৌহান লিখেছেন, “আমি নিষ্ঠার সঙ্গেই কাজ করতাম। কিন্তু দ”লিত, কৃষক, পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অব’হেলা আমাকে আ’হত করেছে”।

স্বামীপ্রসাদ মৌর্যর চিঠির বয়ন এবং দারা সিং চৌহানের চিঠির বয়ানের মধ্যে অনেক মিল রয়েছে। ভো’টের ঠিক আগে এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর শিবির ত্যাগ নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধা”ক্কা। একইসঙ্গে মনে করা হচ্ছে, অন্যদিকে স্বামীপ্রসাদের পথে হেঁটে বাকিরাও সমাজবাদী পা’র্টিতে যোগ দেবেন। তাদের এই যোগদান অখিলেশ যাদবের দলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, দারা সিং চৌহান ইতিপূর্বে মায়াবতীর বহুজন সমাজ পার্টিতে ছিলেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বিএসপির সাংসদ থাকার পর ২০১৫ সালে গেরুয়া শিবিরে যোগদান করেন তিনি। বিজেপির ওবিসি শাখার জাতীয় সভাপতি হিসেবে নিয়োগ করে গেরুয়া শিবির।

তবে এই মন্ত্রী বিধায়কদের পদত্যা’গ নতুন কিছু নয়। ইতিপূর্বে আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষো’ভ উগরে দিয়েছিলেন অনেক নেতা মন্ত্রী। এই নেতা মন্ত্রীরা ছিলেন তাদের দলে। এবার নির্বাচনের ঠিক আগেই দল ছাড়লেন তাঁরা।