আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, মা-গো কুৎসা অপপ্রচার থেকে মুক্তি দাও: মুখ্যমন্ত্রী

পুজো বাঙালির দোরগোড়ায়, ১৭ তারিখ থেকে শুরু হয়েছে দেবীপক্ষ, পুজোর তোড়জোড় শুরু হলেও অন্যান্য বারের তুলনায় তা অনেক স্তিমিত, কারণ অতিমারী করোনা ।

প্রতিবারের মতো পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও, কিন্তু ভার্চুয়ালিই, সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেন করার জন্য মন্ডপে গিয়ে এবার পুজো উদ্বোধন করা হয়নি মুখ্যমন্ত্রীর, তিনি বৃহস্পতিবার কলকাতা তথা রাজ্যের বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন সারেন।

সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেক রাজ্য পুজো বন্ধ করলেও তিনি সমস্ত সাবধানতা ও নিয়ম মেনে পুজোর অনুমতি দিয়েছেন, কারণ পুজোর উপর অনেকের কর্মসংস্থান নির্ভরশীল।

মুখ্যমন্ত্রী আরো জানান, তাঁরা ছিলেন,আছেন, থাকবেন। দেবী দুর্গার কাছে মুখ্যমন্ত্রী প্রার্থনা জানান, কুৎসা, অপপ্রচার থেকে মুক্তি দিতে, জানান সমস্ত রো’গ, বেকারত্ব থেকেও মুক্তি দিতে এ রাজ্যকে! এরাজ্যে তাঁরাই ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন।