







শহর কলকাতা শনিবার সকাল থেকেই বৃষ্টিতে ভিজলো। রাজ্যের একাধিক জেলাতেও হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ এবং আগামীকাল অর্থাৎ শনি এবং রবিবার বিক্ষিপ্তভাবে কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনার একাধিক এলাকায় সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলে। শনিবারের পর রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।




আলিপুর আবহাওয়া দপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতায় ভারী বৃষ্টি চলবে।




বেশ কয়েকদিন ধরে ধরে বর্ষণের কারণে দিঘার সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আবারো সতর্ক করা হয়েছে তাদের। অন্যদিকে আবার নবদ্বীপের দুই স্টেশনের মধ্যে সাইকেলের আন্ডারপাসে জমা জলে পড়ে মৃত্যু হয়েছে একজনের।




আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। শনিবার সারাদিন আকাশ মেঘলা। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্প তৈরি হচ্ছে।




তারই ফলশ্রুতিতে উপকূলবর্তী এলাকায় বাড়ছে বৃষ্টির পরিমাণ। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
নিম্নচাপের বৃষ্টির জেরে পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে বিপত্তি ঘটে। ৩ হাজার পরিবার বর্তমানে ঘরছাড়া। নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ছে আতঙ্ক। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শনিবার এবং রবিবার বৃষ্টি হবে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। সোমবারের পর থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের জেলাগুলির।