কলকাতায় বাড়বে গরম, সাথে রাজ্যের এই ৫ জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দপ্তর

বছর শেষে চৈত্র মাসের গরমে কার্যত ঘা’ম ছুটে যাচ্ছে রাজ্যবাসীর। চাতকের ন্যায় বৃষ্টির জন্য হা’পিত্যেশ করে বসে রয়েছে সকলে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরই মধ্যে বৃষ্টির কোন পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী ১-২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টিপাত আছে তেমন সম্ভাবনা না থাকলেও

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান,

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বুধ ও বৃহস্পতিবার ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সত’র্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে শু’ষ্ক আবহাওয়া থাকবে।

ঝোড়ো হাওয়া থাকার কারণে আজ থেকে 2 এপ্রিল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

এছাড়াও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ব’জ্রবি’দ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ঝ’ড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝো’ড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রির। আর সর্বনিম্ন তাপমাত্রা, ২৬ ডিগ্রি। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল, ৭৮ শতাংশ।