মাথার চিকিৎসা করাক রাজ্যপাল! ধনকড়কে পরামর্শ দিলেন পার্থ চট্টোপাধ্যায়

একদিকে বিজেপি নেতা তথা আইনজীবী মণীশ শুক্লা খু’-ন অন্যদিকে বেলেঘাটা ক্লাবের বি’স্ফো’রণ। 2 নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যের আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। সেই নিয়ে এবার সরব হলেন  মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের মাথার চিকিৎসা করানো উচিত বলে মন্তব্য তার।

বেলেঘাটা বিস্ফোরণ নিয়ে টুইট করে রাজ্যপাল লিখেন,”আমি মুখ্যমন্ত্রীকে রাজ্যে বো-‘ম তৈরি ও ক্রবর্ধমান হিং’সা নিয়ে সতর্ক করেছিলাম। কিন্তু বিস্মিত হওয়ার তখনও বাকি ছিল। তার পরই মণীশ শুক্লর খু’-ন ও কলকাতায় বি’স্ফো’-রণে ক্লাবের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটল। আমি গত ১১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এব্যাপারে তাঁকে পদক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি।”

তিনি আরও লেখেন,”সরকারের কাজ নাগরিকদের অধিকার সুরক্ষিত করা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার উলটোটাই ঘটছে। যার ফলে সরকারই অধিকারের মুখ্য হননকারী ও নি’র্যাত’নকারীতে পরিণত হয়েছে। রাজ্যপালের কথায়,১১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মনির লক্ষণের বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল রাজ্যপাল।

উল্টে পালটা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,”ওনার মাথা দেখানো উচিত। ওর চিকিৎসা প্রয়োজন। ওনাকে আগে ঠিক করতে হবে যে উনি রাজভবনে বসবেন না বিজেপি পার্টি অফিসে।”

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত  দীর্ঘদিনের। সরকারকে তার কর্তব্য সম্পর্কে বারবার সচেতন করে দেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিন্তু রাজ্যপালের কোন মন্তব্য ভাল মনে নেয়না শাসক দল। জাতীয় শিক্ষানীতির নিয়ে মন্তব্য করার জন্য রাজ্যপালকে একসময় কটাক্ষ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন,রাজ্যপাল না, পদ্মপাল বলা ভাল।