উত্তরপাড়া থেকে দাঁড়ান, রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব’, প্রবীর ঘোষালকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দোপাধ্যায়ের।

ভোট যতই এগোচ্ছে রাজ্যের পরিস্থিতি ততই উষ্ণ থেকেই উষ্ণতর হয়ে যাচ্ছে। এবার প্রধানমন্ত্রী ও দলত্যাগীদের নিশানা করে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি সরাসরি দলত্যাগী প্রবীর ঘোষাল কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, “ভদ্রলোকের রক্ত গায়ে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়ান।”

বিজেপি নেতৃত্ব সৌমিত্র খাঁর সভার পালটা রবিবার সকালে উত্তরপাড়ায় পদযাত্রা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। কটাক্ষ করেন প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে।

অভিযোগের সুরে বলেন, “কেন্দ্রের টাকায় দলের কাজ করছেন উনি। আমি এর তীব্র নিন্দা করছি।” সৌমিত্র খাঁর বাইক মিছিল প্রসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। বলেন, “গতকাল সৌমিত্র খাঁর বাইক মিছিলের অনুমতি ছিল না। তা সত্ত্বেও মিছিল হয়েছে।

পুলিশ কোনও পদক্ষেপই করেনি।” এদিনের পদযাত্রা থেকে দলত্যাগী প্রবীর ঘোষালকে একহাত নেন কল্যাণ। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ভদ্রলোকের রক্ত শরীরে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়াক প্রবীর ঘোষাল। রেজাল্টের দিন গোবর জলে ধুয়ে দেব।”

দলত্যাগের পর থেকে শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল কেউই শাসকদলের নেতা-নেত্রীদের নিশানা থেকে রেহাই পাননি। প্রাক্তন সহকর্মী অর্থাৎ তৃণমূলের নেতারা একাধিক অভিযোগ তুলেছেন তাঁদের বিরুদ্ধে।

কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তো কাউকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দেওয়া হয়েছে। যদিও সেসবকে পাত্তা দিতে নারাজ দলত্যাগীরা। তাঁদের একটাই লক্ষ্য, বাংলাকে মোদিজির হাতে তুলে দেওয়া।