উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে ক্ষু’ব্ধ দেশ, আর শাহ কথা বলছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে”, ক্ষো’ভ প্রকাশ পার্থর

বাংলায় রাষ্ট্রপতি শা’সনের দাবি জানিয়েছিলেন অমিত শাহ। এবার সেই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁ’চা পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বাংলার আ’ইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই উ’দ্বেগজনক।

এই রাজ্যের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হ*’ত্যা করা হচ্ছে। বিরোধী দলের নেতা কর্মীরা এত বেশি সংখ্যায় খু*-‘ন হয়েছেন এমন রাজ্য দেশে খুব কম রয়েছে।

অমিত শাহের সাক্ষাৎকারে বলা বাংলায় রাষ্ট্রপতি শা’সনের বিষয়ে কটা’ক্ষ করতে ছাড়েননি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি এক টুইট বার্তায় বলেন,”গোটা দেশ এখন বিজেপি শাসিত একটি রাজ্যে(উত্তরপ্রদেশ) এক ভ’য়ঙ্কর ধ’*’-র্ষণের ঘটনা নিয়ে ক্ষু’ব্ধ।

আর কেন্দ্রীয় স্বরার্ষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন বাংলায় রাষ্ট্রপতি শাসন নিয়ে! অমিত শাহজি, দয়া করে এই নোং’রা রাজনীতি বন্ধ করুন। আমাদের মেয়েদের সুর’ক্ষার জন্য আসুন একসঙ্গে কাজ করি।”

রাজ্যে কি সত্যিই রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা রয়েছে? এ বিষয়ে অমিত শাহ বলেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে কী হবে না তা বলতে চাই না। সেটা এখানে বলার জায়গাও নয়। তবে বাংলার পরিস্থিতি খুব উ’দ্বেগের।

বাংলায় রাজনৈতিক প্রতিদ্ব’ন্দ্বীদের হ*’ত্যা করা হচ্ছে। সেই মা’মলায় নি’হতের দলের কর্মীদেরকেই ফাঁ’সিয়ে দেওয়া হচ্ছে।  জেলায় জেলায় বো”মার কারখানা, প্রকাশ্যে গু”লি চালনার ঘটনা ঘটা-প্রশাসন একেবারে ভেঙে পড়ছে।”

এখানেই শেষ নয়, বাংলা জুড়ে আমফান বিধ্বস্ত এলাকার মানুষদের মধ্যে ত্রা’ণ বিতরণ কে কেন্দ্র করে যে দু’র্নীতি হয়েছে, সেই নিয়ে সরব হন অমিত শাহ। ক’রো’না প্র’তিরোধ নিয়েও রাজ্যের বিরু’দ্ধে দু’র্নী’তির প্রসঙ্গ টেনে আনলেন তিনি। অমিত শাহ বলেন,”সাই’ক্লো’নের পর ত্রাণের ক্ষেত্রেও রাজ্য সরকার দু’র্নী’তি করেছে।

ক”রোনার বিরুদ্ধে ল’ড়া’ইয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সব দিক দিয়ে প্রশাসন ব্যর্থ। বাংলার মানুষের না’ভিশ্বাস উঠেছে। আমাদের কর্মীদের ওপরে অ’ত্যাচার হচ্ছে। দেশের এমন কম রাজ্যে রয়েছে যেখানে সাম্প্রতিক অতীতে এত রাজনৈতিক হ’*-ত্যা’কাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলার পরিস্থিতি চিন্তজনক তো বটেই। রাষ্ট্রপতি শা’সন অন্য বিষয়। এর জন্য সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে।”