অসাধারণ সুরে খালি গলায় গান গেয়ে সুশান্তকে শ্রদ্ধা জানাল যুবতী, ভিডিও ভাইরাল

সুশান্ত সিং রাজপুত ভারতের জন’প্রিয় অভিনেতাদের একজন। অত্যন্ত ছোট জায়গা থেকে উঠে আসা অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম।

বিহারের মধ্যবিত্ত পরিবারে জ’ন্ম তার। পরিবারে আর্থিক অনটন থাকলেও তার মধ্যে ছিল প্রতিভা। যা তাকে এক অন্য স’ম্মান এনে দিয়েছে।

ছোট থেকেই তার ক্রিকেটার হবার স্ব’প্ন, কিন্তু তা আর হয়ে ওঠে নি। ভারতের হয়ে ক্রিকেট খেলতে না পারলেও অভিনয়ের জগতে কোনো না কোনো ভাবে ক্রিকেট এর সাথে তাকে দেখা গেছে।

সুশান্ত সিং রাজপুত ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিলেন। ইঞ্জিনিয়ারের ছাত্র হয়েও তার মন পরে থাকত নাটক, অভি’নয়, ও খেলার দিকে।

কলেজে পড়ার সময় থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন সুশান্ত। হিন্দি ধারাবাহিক পবিত্র রিস্তা দিয়ে বলি’উডে প্রবেশ সুশান্ত।

শুরুটা তার সহজ ছিল না। অত্যন্ত বিহার থেকে এসে মুম্বাই শহরে মানিয়ে নেওয়া যথেষ্ট ক’ঠিন ছিল তার জন্য। কিন্তু সে হাল ছেড়ে দেন নি।

খুব কম সময়ের মধ্যেই বলিউডে জন’প্রিয় হয়ে উঠেছিল সুশান্ত। একের পর এক ছবি হি’ট হতে থাকে। মানুষ হিসাবেও খুবই নরম মনের ছিলেন।

কিন্তু বলিউডের নেপো’টিজমের কাছে হেরে গেল সে। আজ সুশান্ত আমাদের মধ্যে নেই। সুশান্ত সিং রাজপুত না ফেরার দেশে পাড়ি দিয়েছে তার প্রায় বেশ কয়েক মাস হয়ে গেলো।

১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটেই শেষ বিদায় জানিয়ে চলে যান সুশান্ত। গোটা দেশ কেঁ’দেছিল সেদিন। কিন্তু ভক্তদের স্মৃ’তিতে তার উ’জ্জ্বল বিস্তার এখনো লক্ষ্য করা যায়।

তার প্র’য়াণের মা’মলার সুরাহা হয়নি এখনো। এখনো পর্যন্ত সুপ্রিম কো’র্ট তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তাই এখনও অধরাই থেকে গেছে তার হঠাৎ এই চলে যাওয়ার কারণ।

তিনি নিজেও যেমন প্রতিভাবান ছিলেন ঠিক তেমনই তিনি প্রতিবার কদর করতে জানতেন। তাই তার স্মৃ’তির উদ্দেশ্যে নিজের প্রতিভাকে পরি’স্ফুট করে করে তুলেছে এক যুবতী।

সুশান্ত সিং রাজপুতের সর্বাপেক্ষা জনপ্রিয় ছবি হলো মহেন্দ্র সিং ধোনির বায়ো’পিক “এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি”। যেমন হি’ট হয়েছিল এই ছবিটি ঠিক তেমনই হি’ট হয়েছিল এই ছবির প্রত্যেকটা গান।

এই ছবির গানগুলি আজও দর্শকদের মধ্যে একইভাবে জন’প্রিয়। তাই তার স্মৃ’তির উদ্দেশ্যে তারই ছবির “কন তুঝে ইউ পেয়ার কারেগা” গানটি গেয়ে তার স্মৃ’তি চারণ করলেন তারই এক ভ’ক্ত।

এই গানটিকে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝ’ড় তুলেছে ওই যুবতী। গানে মু’গ্ধ হাজারো নেটিজেনরা। তার সুন্দর গায়কী সবার সাথে মিশে গেছে সুশান্ত সিং রাজপুত এর প্রতি আ’বেগ ভালোবাসা।

তা যেমন সোশ্যাল মিডিয়ায় একটি ভালোলাগা সৃষ্টি করেছে তো বটেই সাথে সুশান্তের জন্য মন ভারী হয়ে এসেছে হাজারো দর্শকের। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার গানে মু’গ্ধ দর্শকরা।