তিনটি ট্রেন ঝড়ের গতিতে যেতে গিয়ে ঘটল বিপত্তি, তুমুল ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কিছু দৃশ্য আমাদের চোখের সামনে আসে যা দেখলে সত্যিই আঁতকে উঠতে হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা দিন কত রকমের ঘটনা ঘটে চলেছে। সেই সব ঘটনার প্রত্যেকটির বিবরণ আমরা সংবাদ মাধ্যমের দ্বারা পাই না।

অজানাকে জানার জন্যই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেসব দৃশ্য থেকে আমরা বঞ্চিত সেই সব দৃশ্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনায়াসেই দেখতে পারি। ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন অনেকেই। পৃথিবীর প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থেকেই থাকে। ক্রিয়েটিভিটি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করে নিচ্ছেন অনেকেই।

আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না অনেক প্রতিভার অধিকারী মানুষেরা আড়ালেই থেকে যেত। তাদের পরিচয় গড়ে উঠত না কোনদিন। কিন্তু বর্তমানে যেহেতু সোশ্যাল মিডিয়া আছে তাই তাদের হারিয়ে যাবার ভয় নেই।

এবার মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রেহাই পেল তিনটি ট্রেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসা মাত্রই চোখ ছানাবড়া হয়ে গেল নেটিজেন মহলের। সম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, কোন একটি বড় শহরের রেল স্টেশনের কাছাকাছি একটি জায়গায় ঘনভাবে সারিবদ্ধ রেললাইন। সেই রেল লাইন দিয়েই পাশাপাশি আসছিল দুটি ট্রেন। উল্টো দিক থেকে আরেকটি ট্রেন আসতেই ঘটলো বিপত্তি।

ঠিক ওই দুটি ট্রেনের মাঝ বরাবর লাইন দিয়ে আসছিল অন্য আরেকটি ট্রেন। প্রত্যেকটি ট্রেনের গতি ছিল বেশ খানিকটা বেশি। রেল লাইন গুলির অবস্থান এতটাই ঘন ছিল যে দেখে মনে হচ্ছিল মুহূর্তের মধ্যেই হয়তো তিনটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে। কিন্তু সেটা হয়নি।

যে যার গন্তব্যে পৌঁছে গিয়েছে ট্রেন গুলি। সোশাল মিডিয়ায় ভিডিওটি দেখা গিয়েছে। মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

আমির শেখ নামক এক ব্যক্তি নিজের ফেসবুক পেজ থেকে সাম্প্রতিক পোস্ট করেছেন এই ভিডিও। ভিডিওটি দেখলে গা শিউরে ওঠার জোগাড়। আপাত দৃষ্টিতে দুর্ঘটনা ঘটে যাবে বলে মনে হলেও, দুর্ঘটনার কোন সম্ভাবনা যদিও ছিল না।

আসলে রেললাইন গুলি এতটাই ঘন অবস্থায় ছিল যে, দেখেই মনে হচ্ছিল দুর্ঘটনা হতে পারে। ইতিমধ্যে ভিডিওটির বর্তমান দর্শক সংখ্যা ৬০ মিলিয়ন। লাইক পড়েছে এক লাখেরও বেশী। কমেন্ট সেকশনে সকলেই এই ভিডিও সম্পর্কে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।