তৃণমূলের মিছিলে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান, ভুয়ো ভিডিও পোস্ট করে গ্রেফতার ২বিজেপি নেতা

শাসক দলের মিছিলে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই রকমই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। কিন্তু এই ভিডিও আদৌ সত্য কিনা সে বিষয়ে যাচাই করতে তদন্ত নেমেছিল কালনা থানার পুলিশ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, এই মিছিলের ভিডিও ভুয়ো। তারই পরিপ্রেক্ষিতে কালনা থানার পুলিশ গ্রেফতার করল দুজন বিজেপি নেতা কে।

কালনার ১০৮ নম্বর শিবমন্দিরের সামনে থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এক মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন।

মিছিল শেষ হবার পরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় বিধায়কের সামনেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান তুলেছেন। এই নিয়েই রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই ভিডিওটি মিথ্যা। বিধায়ক নিজে জানিয়েছিলেন যে, শাসক দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সোমনাথ পণ্ডিত এই পুরো বিষয়টি জানিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতে এবং অশান্তি সৃষ্টি করতেই এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কালনা থানার পুলিশ।

অবশেষে বীরভূমে বিজেপির আইটি সেলের প্রাক্তন ইনচার্জ কৃশাণু সিনহা ও পূর্ব বর্ধমানের দাঁইহাট নগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি অরবিন্দ রায়কে গ্রেফতার করা হয়। শনিবার তাদের কালনা আদালতে তোলা হয়েছে।