অনেক খেয়েছেন,ভবিষ্যতে ফের খাবেন, এখন খাওয়াটা ৬মাস বন্ধ রাখুন, তৃণমূল কর্মিসভায় বেফাঁস মন্তব্য উদয়নের

সামনেই একুশের বিধানসভা ভোট। ভোটের প্রাক্কালে এ রাজ্যের রাজ্য না রাজনীতির অবস্থা বেশ উত্তাল। এমত অবস্থায় শাসক দলের বিধায়কের মন্তব্য কে ঘিরে তোলপাড় শুরু করেছে বিতর্কের । কোচবিহারের তৃণমূলের সভায় ফের এক বেফাঁস মন্তব্য করে বসলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

কোচবিহারেদিনহাটার নিগাম নগর হাই স্কুলের মাঠে তৃণমূলের একটি কর্মীসভায় এরূপ বেফাঁস মন্তব্য করলেন তিনি। তিনি বলেন,“গত লোকসভা ভোটে আমরা হেরেছিলাম, কারণ আমাদের নেতা-কর্মীরা মানুষের খাবার কেড়ে নিয়েছিল। তার জন্য আমিও কিছুটা দায়ী। কিন্তু একুশের বিধানসভায় জিততে গেলে মানুষের খাবার কেড়ে নিলে চলবে না”।

তবে এখানেই থেমে ছিলেননা উদয়ন বাবু। তিনি আরও বলেন, “আমি সব প্রধান-পঞ্চায়েতদের বলব, অনেক খেয়েছেন। ভবিষ্যতে আরও খাবেন। কিন্তু এখন ৬ মাস যদি না খান, মানুষের খাবার মানুষকে দেন, তা হলে পরবর্তী কালে আবার খাবার সুযোগ পাবেন। কিন্তু এখন যদি খান। তাহলে মানুষ আর পরবর্তীকালে খাবার সুযোগ দেবে না”।

উদয়ন ঘরেই মন্তব্য পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক আলোড়ন সৃষ্টি করেছে, বিতর্ক ক্রমশ জটিল হচ্ছে। এ প্রসঙ্গে কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,”কী অসাধারণ স্বীকারোক্তি। শাসক দলের বিধায়কই স্বীকার করে নিচ্ছেন তাঁদের দল লুটে পুটে খেয়েছে। ফের ক্ষমতায় এলে আবার লুটে পুটে খাবে। বাংলার সব মানুষের এ কথা জানা উচিত”।

পাশাপাশি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “তৃণমূল যে মানুষের খাবার কেড়ে নিয়েছে সে কথা সবাই জানে। নতুন হল, উদয়ন সেটা খোলাখুলি স্বীকার করেছেন। তবে এর থেকেও মারা’ত্মক কথা উনি বলেছেন, যা শুনে বাংলার মানুষের ভয় পাওয়া উচিত। তা হল, ক্ষমতায় এলে ওরা ফের মানুষের খাবার কেড়ে নেবে। আবারও খাবে। এ কথা ভয়ঙ্ক’র!”