তৃণমূল দলটা এখন আবর্জনায় ভরে গেছে, কোনো ভদ্রলোক ওখানে থাকতে পারবে না: দিলীপ ঘোষ

তৃণমূল সদস্যদের নিজেদের দলে টানতে অনেক বিজেপি নেতাই চাইছেন। জনসমক্ষে প্রস্তাব ও দিচ্ছেন দল বদল করার। সম্প্রতি রাজ্যসভাপতি দিলীপ ঘোষ একই বার্তা দিলেন। শুধু তাই নয়, তৃণমূলকে আবর্জনা বলেও কটাক্ষ করেন।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন , “টিএমসির খিচুড়ি কি হচ্ছে আমরা জানি না। কালকে তো রানীগঞ্জ এলাকায় গুলি চলেছে আর মানুষ ও ম’রেছে।

টিএসসির মুসলপর্ব শুরু হয়েছে তাই অনেক কিছুই হবে। আমরা আমাদের কর্মী ও সংগঠন নিয়ে পরিবর্তন করার চেষ্টা করবো। তবে যারা এতদিন এসব করেছেন তাদের কেল্লা ভেঙে পড়ছে। নিজেদের লোকেদেরই সামলাতে পারছে না, ওদের বাড়ির মধ্যেই ঝামেলা হচ্ছে। আমাদের ওসব চিন্তা নেই।”

এরপর দিলীপ ঘোষ একটি বেফাঁস মন্তব্য করে বসেন। তিনি বলেন, “অনেক বিধায়কই ধীরে ধীরে ইচ্ছে প্রকাশ করছেন রাজনীতি না করে ইস্তফা দেওয়ার। আমি তো আগেই বলেছিলাম তৃণমূল দলটা এমন আবর্জনায় ভরে গিয়েছে যে ভদ্রলোকেরা সেখানে থাকতে পারছেন না।”

এভাবে তৃণমূলকে কটাক্ষ করার পর দিলীপ ঘোষের গলায় বিনয়ের সুর শোনা যায় । তিনি বিদ্রোহী নেতাদের তার দলে আহবান জানান এই বলে যে “যারা রাজনীতি করতে চান, সত্যি সত্যি পশ্চিমবঙ্গের উন্নতি করতে চান তাদের আগেও আমরা আহবান করেছি এখনো করছি। আপনারা এগিয়ে আসুন, সত্যি সত্যি বাংলায় পরিবর্তন আসবে।”

বিধান সভা ভোটের আগে তৃণমূলের শীর্ষনেতৃত্ব যেমন শুভেন্দু অধিকারী, শীলভদ্র দত্ত, বেচারাম মান্না, রোবিন্দ্রনাথ ভট্টাচার্য , মিহির গোস্বামীরাও ঘরোয়া কোন্দলে সামিল হয়েছেন । ঘরোয়া ভাঙ্গনেরএই সুযোগেই বিজেপি সভাপতি তাদের নিজেদের দিকে টেনে নিতে চাইছে ।