“তৃণমূলের অবস্থা বাঁধাকপির মতো, পাতা ছাড়াতে ছাড়াতে শেষে দু’জন পড়ে থাকবে”, কটাক্ষ দিলীপের

প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের শাসকদলের দিকে আবারও কটাক্ষের তী’র ছুড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শাসক দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে দিলীপ ঘোষ বলেন,” এখন বাঁধাকপির মত অবস্থা।

পাতা ছাড়াতে ছাড়াতে কপি খুঁজে পাওয়া যাবে না। পার্টিতে দুজনেই থাকবেন। বাকি পার্টি উঠে যাবে।”একইসঙ্গে একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেবি বাংলায় ক্ষমতা দখল করবে বলে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ।

প্রত্যেক দিনের মতোই রবিবার দিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় একাধিক বিষয় নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দিলীপ বলেন,”দু’র্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূলের আর কিছুই নেই।

কেন্দ্রীয় সংস্থা কাজ শুরু করতেই চারিদিকে হইচই পড়েছে। কারণ, বাংলায় চলা গরু ও কয়লা পাচারের সঙ্গে রাজ্যের সরকারি পার্টির নেতাদের অধিকাংশই জড়িত। সেই জন্যই তল্লাশি শুরু হতেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ করছেন। এতেই স্পষ্ট যে ক্ষমতায় রয়েছেন যাঁরা তাঁদের আসল চেহারা।”

শুভেন্দু অধিকারী এবং তার দল নিয়ে শাসক দলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,”তৃণমূলের পরিস্থিতি বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। থেকে যাবেন শুধু ২ জন।” তৃণমূলের বহু নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন,”যাঁরা পরিবর্তনের অপেক্ষায়, আমরা নিশ্চয়ই তাঁদের স্বপ্ন পূরণ করব। সত্যিকারের পরিবর্তন বিজেপি করবে।”