অবাক কান্ড! খাবার নিয়ে ঝগড়া করছে দুটি ছোট্ট টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

গাছে বসে ঢেঁড়স খেতে দেখা গেল দুই টিয়াপাখিকে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বর্তমানে ট্যালেন্ট প্রদর্শনের একটি বড় মাধ্যম হিসেবে কাজ করছে সোশ্যাল মিডিয়া।

মানুষজন নিজের সুপ্ত প্রতিভা তুলে ধরছেন হাজার হাজার মানুষের সামনে। সোশ্যাল মিডিয়ার মতো বড় প্ল্যাটফর্ম এই মুহূর্তে আর কিছু নেই। এখানে লক্ষ লক্ষ অডিয়েন্স অপেক্ষা করে আছে বিভিন্ন বয়সের মানুষের প্রতিভা দেখার আশায়।

নিজেদের সুপ্ত ট্যালেন্ট দেখাতে বাদ যাচ্ছেনা পশুপাখিরা থেকে শুরু করে অন্যান্য প্রাণীরা। আজকাল আবার তারা রীতিমতো নিজেদের তুলে ধরছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

মানুষ ছাড়াও পশুপাখিদের নানারকম কার্যকলাপ ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে দেখা গেছে। যা রীতিমতো মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার তেমনই দুই টিয়া পাখির ভিডিও ভাইরাল হলো।

সচারাচর মানুষের কথা নকল করে কথা বলতে শোনা যায় টিয়া পাখি দের। এই প্রতিভার কথা সকলেই জানি। কিন্তু এটা এক নতুন প্রতিভার দেখা মিলল টিয়া পাখির মধ্যে।

বিভিন্ন প্রাণী এবং পশু পাখিদের মধ্যেও অনুভূতি প্রকাশের নিজস্ব ভাষা আছে। তাদের ভাষা হয়ত বেশিরভাগ সময়টাই আমাদের বোধগম্য হওয়া সম্ভব নয়। কিন্তু তারাও ভাব প্রকাশ করে একে অপরের মধ্যে। আমরা পাখিকে সাধারণত খাঁচাবন্দি করে রাখি।

সেই অবস্থাতে রেখেই তাদের নানা ধরনের কীর্তিকলাপ প্রত্যক্ষ করতে পারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই টিয়া পাখির একটি ভিডিও। টিয়া পাখিদের এই অসাধারণ ভিডিওটি ইতিমধ্যেই খুব অল্প সময়ে নজর কেড়ে নিয়েছে আমজনতার।

পৃথিবীর সবচেয়ে রঙিন বৈচিত্র্যময় পাখিদের মধ্যে টিয়া পাখি অন্যতম। মানুষের অনুকরণে কথা বলার ক্ষমতা এই সুন্দর পাখিগুলোকে করেছে ভীষণ জনপ্রিয়। এই বুদ্ধিমান পাখিদের বিভিন্ন প্রজাতির মধ্যে রয়েছে প্রচুর বৈচিত্র্যতা।

বেশি বেশি কথা বলা, আদর করা, নাম ধরে ডাকা এগুলো এই পাখিরা খুব পছন্দ করে। টিয়া পাখিরা খেলনা পছন্দ করে খুব। সাথে কাঠের টুকরো বা এমন কিছু যা চিবিয়ে সময় কাটানো যায় তা তাদের খুব প্রিয়।

এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো দুই টিয়া পাখির ঢেঁড়স খাওয়ার একটি ভিডিও। ইতিমধ্যেই ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের মধ্যে।

“প্যারট প্যারাডাইস” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি গাছের ডালে বসে রয়েছে দুটি সবুজ টিয়া পাখি। কোন এক ব্যক্তি তাদের দিকে একটি একটি করে ঢেঁড়স এগিয়ে দিচ্ছে।

সঙ্গে সঙ্গে দুটি টিয়া পাখিকে আগে ঢেঁড়স খেতে পারে সেই প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এমনকি ঢেঁড়স খেতে গিয়ে দুজন দুজনকে টেক্কা দিতে শুরু করে। ইতিমধ্যেই ছোট ছোট দুই টিয়াপাখির এই মজাদার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে।

প্যারোট প্যারাডাইস নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা এই ভিডিওটির বর্তমান দর্শক সংখ্যা ১৭ হাজার। তার সাথে রয়েছে বেশকিছু লাইক। কমেন্ট সেকশনে সকলেই টিয়া পাখি দুটির এই কাণ্ড দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

কেউ কেউ আবার বলেছেন দুই টিয়া পাখির জুটি নাকি একেবারে রাজযোটক। টিয়া পাখি এমনিতেই মানুষের খুব পছন্দের একটি পাখি। অন্যান্য পাখিদের তুলনায় বাড়ীতে পৌঁছার জন্য টিয়া পাখি সব থেকে বেশি জনপ্রিয়।