হুবহু মানুষের মত স্পষ্ট ভাষায় নিজেদের মধ্যে কথা বলতে বলতে খাবার খাচ্ছে তিন টিয়া, রইলো ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার একটি মাধ্যম যেখানে সাধারণত মানুষ নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে থাকে। কেউ-না-কেউ গান কেউ আবার আবৃতি করতে যথেষ্ট পটু।

তাই এই সকল প্রতিভা নিয়ে লুকিয়ে থাকার চেয়ে নিজেকে প্রকাশিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকেন অনেকেই। তবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে মানুষের বিভিন্ন প্রতিভার চাহিদা রয়েছে এমনটা নয়।

আজকাল পশুপাখিরাও সমানতালে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও এর পেছনে মানুষের হাত রয়েছে। মানুষই পশুপাখিদের ভিডিও মোবাইল ক্যামেরায় ক্যাপচার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যান্য পশুপাখিদের থেকে অত্যধিক জনপ্রিয়তা অর্জন করে নেয় টিয়া পাখি। বড় মাথা সবুজ রঙের দেহ আর বাঁকানো ঠোট দেখেই আমরা টিয়া পাখিকে বেশ ভালোভাবে চিনতে পারি।

দেহের তুলনায় টিয়া পাখির লেজ বেশ খানিকটা বেশি লম্বা। এরা সাধারণত গাছের কোটরে বাসা বেঁধে বসবাস করে। গাছের ফলমূল খেয়ে দিন যাপন করে টিয়া পাখিরা।

খুব তাড়াতাড়ি পোষ মেনে যাওয়া এবং মিষ্টি স্বভাবের কারণে আজকাল অনেকেই বাড়িতে টিয়া পাখি পোষেন। পৃথিবীর প্রায় সব দেশেই টিয়া পাখি দেখতে পাওয়া যায়।

বিশেষ করে উষ্ণমন্ডলীয় ও অর্ধ-উষ্ণমন্ডলীয় অঞ্চলসমূহে প্রায় ৩৫০টি প্রজাতির অধিকাংশ টিয়া বাস করে। মানুষের অনুকরণে কথা বলার ক্ষমতা টিয়া পাখির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। পুরুষ পাখি দেখতে একই রকম মনে হলেও পার্থক্য আছে খানিকটা। পুরুষ পাখির থুতনির নিচে কালো দাগ, গলায় ও ঘাড়ে গোলাপি-কালো মিশ্রণ কণ্ঠী। স্ত্রী পাখির ঘাড়ে সবুজ পালকে আবৃত।

এ ছাড়াও পুরুষ পাখি কিছুটা লম্বা। টিয়া পাখি বেশ বুদ্ধিমান পাখি। পৃথিবীর সবচেয়ে রঙিন বৈচিত্র্যময় পাখিদের মধ্যে টিয়া পাখি অন্যতম। বরফাবৃত অঞ্চলে বসবাসকারী মাত্র একটি জাতের টিয়া পাখি রয়েছে, তারা হল কিয়া প্যারোট। এদের পুরু পালকের স্তর অতি শীতল পরিবেশেও এদেরকে বাঁচতে সহায়তা করে। সবচেয়ে বড় ডাল আর টিয়া পাখি হায়াসিন্থ ম্যাকাও, এদের ডানার দৈর্ঘ্য প্রায় ৫ ফুট।

যদিও আজকাল খাঁচায় টিয়া পাখি পোষা আইনগতভাবে নিষিদ্ধ। তবুও সরকারের চোখের আড়ালে অনেকেই টিয়া পাখি রাখেন বাড়িতে। এবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল চার চারটি টিয়া পাখির, খুনসুটির একটি ভিডিও। যা দেখলে সত্যিই মন মুগ্ধ হয়ে যাওয়ার জোগাড়। ভিডিওটির প্রথম দেখা যায়, একটি তক্তপোশের উপরে তিনটি টিয়া পাখি একসাথে দানা খাচ্ছে,

আর একে অপরকে ঠোকরানোর মাধ্যমে খেলা করছে। তাদের এই খেলা দেখে আরো একটি টিয়া পাখি সেই দলে যোগদান করে। এরপর চারজন মিলে একসাথে ঘুরে ঘুরে দানা খাওয়ার পাশাপাশি খুনসুটিতে মত্ত হয়ে যায়। অস্পষ্ট ভাষায় বিভিন্ন ভাবে ডাকতে থাকে তারা। একে অপরকে আবার ঠোঁটে করে দানা খাইয়ে দিতেও দেখা গিয়েছে।

“টকিং প্যারট” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে সাম্প্রতিক, এমনই একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কিভাবে চারটি টিয়া পাখি একসাথে খুনসুটি করতে করতে দানা খাচ্ছে। কখনো কখনো আবার একে অপরকে দানা খাইয়ে দিচ্ছে।

একইসাথে একই বাড়িতে থাকতে থাকতে একেবারে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়েছে চার চারটি টিয়া পাখির মধ্যে। ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

এক মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি, সাড়ে ছয় হাজার মানুষ ভিডিওটি লাইক করেছেন। একই সঙ্গে কমেন্ট সেকশন ভরে গিয়েছে বেশকিছু কমেন্টে।