আগামী ৩ দিনে রাজ্যের এই ৩জেলায় জাঁকিয়ে পড়বে ঠান্ডা, সাথে হবে বৃষ্টিও, পূর্বাভাস হাওয়া অফিসের

সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও হয়ে যাচ্ছে শীত। ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। দার্জিলিং এর তাপমাত্রার পারদ ৯ ডিগ্রি।

এবার শীত প্রেমি মানুষদের জন্য সুখবর নিয়ে এলো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, সপ্তাহের শেষে আবারও কমবে তাপমাত্রা। উত্তরের হাওয়ার কারণে শুষ্ক আবহাওয়ায় বাংলা জুড়ে। পারদ ১৭ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। পানাগড়ের তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

বাঁকুড়া ১৮.৬ ডিগ্রি, আসানসোল ১৯.৮ ডিগ্রি, বারাকপুর ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বর্ধমানে তাপমাত্রার পারদ ১৯ ডিগ্রি সেলসিয়াস। একই আবহাওয়া বেশ কয়েকদিন বজায় থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে এর মধ্যে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

রাতের দিকে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার জন্য হালকা শীত অনুভূত হচ্ছে। সকালের দিকেও গা শিরশিরে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলির অবস্থাও একই। কোথাও কোথাও খুব সকলের দিকে সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে।

সপ্তাহের শেষে রাতের তাপমাত্রা আরও কমবে। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে নেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর তাপমাত্রা আরও কমবে। সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে।

কোমোরিন এলাকায় অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ দক্ষিণ-পূর্ব আরব সাগরের দিকে যাবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। তামিলনাড়ু ও কর্ণাটক উপকূলে দুটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।

রাজস্থান ও পাঞ্জাবের উপর রয়েছে ঘূর্ণাবর্তের অবস্থান। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে নিম্নচাপ ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।