“পশ্চিমবঙ্গের সেরা পরিকাঠামো আছে”, টুইট করে টেসলার ইলন মাস্ককে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী

ভারতে টেসলা আনার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে একসময় নিজেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। এবার রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী গোলাম রব্বানি টেসলার সিইওকে পশ্চিমবঙ্গে বিনিয়োগের আমন্ত্রণ জানালেন। তাঁর দাবি, “(শিল্পের জন্য) পশ্চিমবঙ্গে সেরা পরিকাঠামো আছে”।

সম্প্রতি টুইটারে এক টুইটার ইউজার টেসলার ছবি পোস্ট করে লেখেন, “ভারতের বাজারে কবে টেসলা আসবে, তা নিয়ে সাম্প্রতিক কোনও তথ্য আছে? এই গাড়িগুলি দারুণ এবং বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ার যোগ্য”। এই নিয়ে টেসলার কর্ণধার জানান, “বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে সরকারের সঙ্গে কাজ করছি।”

টেসলার কর্ণধারের সেই টুইট রিটুইট করেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রী। এদিন রিটুইট করে রাজ্যের মন্ত্রী লেখেন, “এখানে চলে আসুন। পশ্চিমবঙ্গে সেরা পরিকাঠামো আছে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’চোখ জুড়ে স্বপ্ন আছে। বাংলা মানে বাণিজ্য”।

সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষামন্ত্রীর করা টুইট নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি অনেকেই। জনৈক ব্যক্তি বলেছেন, “যারা টাটার ন্যানোকে রাখতে পারেনি, তারা আবার ইলনের টেসলাকে আমন্ত্রণ জানাচ্ছে”। জনৈক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, “সিঙ্গুরে টেসলার (কারখানা) হলে সেরা হবে”।


সিঙ্গুরে টাটার কারখানা হওয়ার কথা ছিল। অন্য আরেকজন লেখেন, “সিঙ্গুরে টাটার কারখানা বন্ধ করে সর্ষে চাষ করার পর আর কোনও শিল্পোদ্যোগী আসবে? টেসলা তো ইলেকট্রিক গাড়ি বানায়, কৃষি যন্ত্র তো নয়। রাজ্যের সরকারের বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে, নির্ভরশীল হয়ে উঠতে হবে। টুইট করলেই উদ্যোগ আসবে না”।