“গণতন্ত্র শ্বা’স নিতে পারছে না”, শুভেন্দুর সাথে চা-চক্রের পর জানালেন রাজ্যপাল

রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সংঘাত লেগেই রয়েছে। বিধানসভা নির্বাচনের প্রথম দিক থেকেই সেই সংঘাত যেন আরও বেড়েছে।

বিরোধীদের অভিযোগ, রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের সঙ্গে সোমবার চা চক্রে যোগ দেন রাজ্যপাল। সেদিনও তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন।

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বরাবরই সরব হতে দেখা গেছে রাজ্যপালকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বেশকিছু জন বিজেপি বিধায়ক সোমবার রাজভবনে আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য যাওয়ার কথা ছিল।

রাজ্যপাল জগদীপ ধনকড়ও টুইট করে সে কথা জানিয়েছিলেন। সেইমতো সোমবার বিকালে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা পায়ে হেঁটে রাজভবনে পৌঁছান। রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করেন বিধায়কেরা।

বিজেপি বিধায়কদের অভিযোগ, ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি হয়েছে। এরপর শুভেন্দুর পাশে বসে রাজ্যপাল বৈঠক করেন।

প্রতিবারের মত এবারও কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ করেছেন তিনি। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “ভোট পরবর্তী রাজ্যে একাধিক জায়গায় অশান্তি হয়েছে। সেই জায়গাগুলিতে কেন মুখ্যমন্ত্রী গেলেন না?”

পরবর্তী পরিস্থিতিতে অশান্তি ও দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যপাল। তিনি বলেন, “বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না।” একইসঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, উর্দিধারীরা নিরপেক্ষভাবে কাজ করছে না।

জগদীপ ধনকড়ের অভিযোগ, বিপুল ভোটে জয়লাভ করে মানুষের রায় পেয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস সরকার। বাংলা দখল করার পরেও প্রশাসন কোন কাজ করছে না। রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।