সোশ্যাল মিডিয়ায় জন’প্রিয় শি’শু শিল্পী গুলির মধ্যে অন্যতম জুটি হলো তানিমুনি জুটি। ওই ছোট্ট দুটি মেয়ে নিজের প্রতিভার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সকলের মন জিতে নিয়েছে।




সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে টিভির পর্দায়। এই কদিনে তাদের উন্নতি আকাশ ছুঁয়েছে। নিজেদের প্রতিভার দৌলতে আজ জনপ্রি’য়তার শিখরে দুই য’মজ বোন।




তাদের সোশ্যাল মিডিয়ায় জন’প্রিয়তা এত বেশি যে তাদের যেকোন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।




এবার তা নিয়েও মুনির গানের সাথে তালে তাল মিলিয়ে মু’খের সাহায্যে তবলা বাজে ভাইরাল হলো এক যুবক। তার এই অসা’ধারণ প্রতিভা তাক লাগিয়েছেন নেটিজেনদের।




আই.আই.টি ইন্দোর থেকে গণিতে post doc করছেন স্বরাজ। আবার একই সাথে সে অসাধারণ মু’খেই তবলা বাজায়।




এর আগেও তানিমুনির গানের ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু একই ভিডিওতে দুই রকমের ভিন্ন প্রতিভা আগে দেখেছেন কি?




হ্যাঁ শুনতে অ’বাক লাগলেও ঘটনাটা ঠিক এরকমই। তানিমুনির এই গানের ভাইরাল ভিডিওতে দুটি প্রতিভা দেখা গেল!




দুই হাতের সাহায্যে দুটো গা’লে ত’বলার মত করে মেরে দিব্যি গানের সাথে সাথে স’ঙ্গত করেছেন স্বরাজ। তার এই অ’দ্ভুত প্রতিভা সকলকে তাক লাগিয়ে দিয়েছে।




সে বহুবার অনেক সঙ্গীতশিল্পীর গানের সাথে তাল মিলিয়ে তার মু’খের সাথে তবলা বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জন’প্রিয়তা অর্জন করেছে।




ফের আর একবার ভাইরাল হলো তার প্রতিভা। একদিকে তানিমুনির অস’ম্ভব সুন্দর ক’ণ্ঠ এবং মিষ্টতা ও স্বচ্ছন্দতা।
লাল পেড়ে সবুজ স্যারের সাথে তাদের আদিবা’সী কন্যার ওই লু’ক নজর কেড়েছে সকলের। তাদের গান যেমন দর্শকদের আ’কর্ষণ করছে ঠিক তেমনি তার মি’ষ্টতা এবং তার সাজপোশাক আক’র্ষিত নয়।


অপরদিকে ওই যুবকের অসাধারণ মা’উথ তবলা বাজানোর ভ’ঙ্গিমা। সব মিলিয়ে আলাদা মু’গ্ধতার পরিবেশ সৃষ্টি করেছে। নেটিজেনরা বর্তমানে এই যুগল’বন্দির প্রশং’সায় মেতে উঠেছেন।
সকলেই তাদের প্রশং’সায় প’ঞ্চমুখ। ভিডিওটি প্রায় ৬ লাখ জন দেখেছে। যা খুদে কন্যাদের অনুপ্রে’রণা। ৩৪ হাজার মানুষ পছ’ন্দ করেছেন তাদের মিষ্টি ক’ণ্ঠে গাওয়া এই গান।