রিলিজ হল তানিমুনির প্রথম বাংলা গান, শুভেচ্ছার ঝড় নেটদুনিয়ায়

ভাল নাম শ্রেয়া দত্ত আর সৃস্টি দত্ত। ঠাকুমা ভালবেসে দুই বোনের নাম দিয়েছিলেন তানি আর মুনি। ৬ বছর বয়সে গান গেয়ে সোশ্যাল মিডিয়ার সে’নসেশন মধ্যমগ্রামের তানি মুনি। বছর তিনেক আগের কথা।

ফোনে বাবার গলায় কিশোর কুমারের বিখ্যাত গান “প্যায়ার মাঙ্গা হে তুমহি সে” শুনে নিজেরাই ন’কল করতে শুরু করে তানি আর মুনি। সিং সময় তাদের বাবা ব্যাঙ্গালুরুতে ছিলেন। তাদের বাবা দেবাশীষ দত্ত পেশায় সফ’টওয়্যার ইঞ্জিনিয়ার।

স্ত্রীর থেকেই জানতে পারেন যে তার দুই মেয়ে তাদের বাবার গলা ন’কল করতে শুরু করেছে। বাড়ি ফিরে দুই মেয়েকে গান শোনাতেন তিনি। তালিম না থাকলেও অনেক গান আস্তে আস্তে রপ্ত করে ফেলল তানি মুনি।

গত বছর দুর্গাপূজায় আবাসনের অনুষ্ঠানের গান গাইতে দেওয়া হয় তানি আর মুনিকে। এই দুই বোনের ক’ন্ঠে অসাধারণ গান শুনে মু’গ্ধ হয় অনুষ্ঠানে আসা অন্যান্যরা।

ল’কডাউন চলাকালীন সময়ে ফেসবুক ও ইউটিউবে আপলোড করা হয় তাদের গান। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই বোন তানি আর মুনি। একের পর ওকে গান সুপার হিট হতে থাকে।

এবার তানি মুনি গাইলো বিখ্যাত এবং জনপ্রিয় রবীন্দ্র সংগীত “ফুলে ফুলে ঢলে ঢলে”। “হৃদয়ের রং” নামক একটি ফেসবুক পেজে তাদের এই গানের ভিডিও আপলোড করা হয়েছে। যা মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল দুনিয়ায়।

ইতিমধ্যে ৫৬ হাজারেরও বেশি রিয়্যাক্ট, তিন হাজারের বেশি শেয়ার এবং ৫ লক্ষের বেশি দর্শক এই গান দেখেছেন। গানটি গাওয়ার সময় তাদের বেশ-ভূষা ও দেখার মত।

একজন লাল এবং অন্যজন নীল রঙের শা’ড়ি পড়ে, সঙ্গে কো’মর বন্ধনী। দুজনের গলায় জুঁই ফুলের মালা। এখন বহু দর্শক তানি মুনির গানের অপেক্ষায় থাকেন।

ছোট ছোট দুই বোনের অসাধারণ গলায় মিষ্টি সুরেলা গান এক ঝলক এই মন কেড়ে নেয় নেটিজেনদের। তানি, বড় হয়ে সিঙ্গার আর ডা’ক্তার হতে চায়। দুই মেয়েকে গানের তালিম দেওয়া শুরু করেছেন তাদের বাবা মা।