“দিদি মোদি” “বীজেমূল” বলা ভুল হয়েছিলো, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর স্বীকার করলেন সূর্যকান্ত মিশ্র

বিগত ছয় থেকে সাত বছর ধরে বাজানো ফাটা ক্যাসেট বাজিয়ে আসছিল সিপিএম। সেই ভুল এবার স্বীকার করে নিলেন সিপিআইএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তৃণমূল আর বিজেপিকে যে এক চোখে দেখা ঠিক হয়নি, একথা তিনি সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দিয়ে বুঝিয়ে দিলেন। স্বীকার করলেন “বীজেমূল” স্লোগানে ভুল ছিল।

টিকাকরণ নিয়ে প্রথমে কথা বলতে গিয়ে ভুয়ো টিকা প্রসঙ্গ টেনে আনেন সূর্যকান্ত মিশ্র। করোনা পরিস্থিতির কারণে যেভাবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সে কথাও তুলে ধরেন তিনি। এরপরই তিনি রাজনৈতিক বিশ্লেষণ করতে শুরু করেন।

বামেদের জনসমর্থন যে অনেকটাই কমে গিয়েছে সে কথা স্বীকার করে নেন তিনি। ২০০৮-০৯ থেকেই এটা বোঝা গেছে, ২০১৯ সালে এর চরম রূপ প্রত্যক্ষ করেছিল বামেরা। কিন্তু এবারে বিধানসভা নির্বাচনে ভোটে বামেদের পরিস্থিতি খুবই শোচনীয়।

সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, “আমাদের ত্রুটি ও দুর্বলতা খুঁজে বের করে সমালোচনা আত্মসমালোচনা করে রাস্তা খুঁজতে হবে। চিন্তার ঐক্য থেকে ইচ্ছের ঐক্য ও কাজের ঐক্যে যেতে হবে।”

বিরোধী রাজনীতির ক্ষেত্রে বামেদের মনোভাব প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপির সঙ্গে অন্য কোন পার্টিকে এক করে দেখা উচিত নয়; উচিত নয় কারণ, দেখা যায় না। অথচ প্রকারান্তরে সেটাই দাঁড়়িয়ে যাচ্ছিল। তৃণমূল ও বিজেপিকে আমরা এক করে দেখিয়ে ফেলেছি। ফলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে”।

বঙ্গীয় ভোট-রাজনীতিতে কে প্রধান শত্রু, কার সঙ্গে লড়াই, এ নিয়ে দলে একটা অস্পষ্টতা তৈরি হয়েছিল বলে জানান সূর্যকান্ত। বুধবার সিপিআইএম এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে “নির্বাচনোত্তর পরিস্থিতি এবং আমাদের কাজ” শীর্ষক বিষয়ে বক্তৃতাদান সূর্যকান্ত মিশ্র।

তাঁর মতে, প্রতিষ্ঠান-বিরোধিতা এবং মানুষের নানা ক্ষোভ সামাল দেওয়ার জন্য রাজ্য সরকার কিছু জনমুখী প্রকল্প ঘোষণা করেছিল, শাসকদল “দুয়ারে সরকার”, “দিদিকে বলো”র মতো কিছু কর্মসূচি নিয়েছিল। এগুলি শাসক পক্ষের তরফে ইতিবাচক ছিল।

কিন্তু তাঁরা এই ধরনের কর্মসূচিকে “ছোট” করে দেখেছেন। ভোটের সময়ে পায়ে আঘাত পেয়ে হুইলচেয়ারে বসা মুখ্যমন্ত্রী কী ভাবে বিজেপির মোকাবিলা করবেন, এসব মানুষ ভালো মনে নেন নি।

এবারের বিধানসভা নির্বাচনে বাঙালির অস্মিতাকে হাতিয়ার করেছিল তৃণমূল। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাফল্যকে উচ্চকণ্ঠে সিলমোহর দিলেন সূর্যকান্ত মিশ্র। তাঁর কথায়, বিজেপির দখলদারি মনোভাব বাংলার মানুষ মেনে নেয়নি, বাঙালি গেরুয়া আধিপত্যবাদকে মেনে নেয়নি।