উইল করার আগে বাবার মৃ”ত্যু হলে অর্জিত সম্পত্তি পাবেন মেয়ে! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

ফের ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। উইল করার আগে কোনও ব্যক্তির মৃ”-ত্যু হল তাঁর সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? এই প্রসঙ্গে এবার শীর্ষ আদালত জানালো,

উইল বা ইচ্ছাপত্র তৈরির আগে কোনও ব্যক্তির মৃ”ত্যু হলে তাঁর অর্জিত সম্পত্তিতে ভাইয়ের সন্তানদের থেকে মেয়ের অধিকার বেশি থাকবে। বাবার মৃ”ত্যু হলে পিতার অর্জিত এবং অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী হবেন কন্যা।

উইল করার আগে বাবার মৃ”-ত্যু হলে নিজে কেনা বা তৈরি করা সম্পত্তি যা তাঁর অর্জিত বা অন্যান্য সম্পত্তি কি কন্যা পাবেন? এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে।

বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ জানিয়েছে, ”উইল বা ইচ্ছাপত্র তৈরি করার আগে কোনও হিন্দু পুরুষের মৃ”-ত্যু হলে তাঁর সম্পত্তি (অর্জিত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) সব উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। কিন্তু, মৃ”ত হিন্দু ব্যক্তির মেয়ে তাঁর অন্যান্য আত্মীয়দের (পড়ুন ভাইয়ের সন্তানদের) তুলনায় সম্পত্তির উত্তরাধিকারে অগ্রাধিকার পাবেন।”

বাবার অর্জিত সম্পত্তি উইল করা না থাকলে কিংবা অন্য কোনও উত্তরাধিকারী না থাকলে সেই সম্পত্তি কি তার মেয়ে পাবেন? এই প্রশ্নের সমাধান করতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, বাবা কোনও উইল করে না যেতে পারলেও তাঁর অর্জিত এবং অন্যান্য সম্পত্তি তাঁর কন্যা উত্তরাধিকার সূত্রে পাবেন।

বৃহস্পতিবার শীর্ষ আদালত এই সংক্রান্ত মাদ্রাজ হাই কোর্টের রায় খারিজ করে জানিয়েছে, এক্ষেত্রে যেহেতু মৃ”ত ব্যক্তি নিজে সম্পত্তি কিনেছিলেন। তাই তিনি যৌথ পরিবারে বসবাস করলেও তাঁর সম্পত্তিতে অধিকার পাবেন শুধু তাঁর একমাত্র কন্যা।

শীর্ষ আদালতের মতামত অনুযায়ী, হিন্দু বিধবা এবং কন্যাদের উত্তরাধিকার পূরাতন হিন্দু রীতিতে সুরক্ষিত আছে। বেশকিছু আইনেও তাই রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, শীর্ষ আদালতের এই রায়ের ফলে যাদের শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে, তাঁদের উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা দূর হবে।