বিজ্ঞানের পড়ুয়া না হলে বোঝা যাবে না, “গরুর দুধে সোনা” প্রসঙ্গে দিলীপের কথায় সায় সুকান্ত মজুমদারের

রাজ্য বিজেপির পদ থেকে সরানো হয়েছে দিলীপ ঘোষকে। বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি পদে বসানো হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।

বিজেপির রাজ্য সভাপতির পদ এবার “গরুর দুধের সোনা তত্ত্ব” নিয়ে দিলীপ ঘোষের মতে সহমত দিলেন সুকান্ত মজুমদার। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর ব্যাখ্যার মধ্যে বিজ্ঞান ভিত্তিক যুক্তি রয়েছে। কি এমন যুক্তি দিলেন বিজেপির নয়া রাজ্য সভাপতি?

একদিন বালুরঘাটের সংসদ তথা রাজ্য বিজেপির নতুন সভাপতি কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন। “গরুর দুধে সোনা” প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি দিলীপ ঘোষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, “কোনও খাবারে লোহা আছে বলা হলে তা দিয়ে কি আপনি টিএমটি বার বানাবেন? তেমনই খাবারের মধ্যে সোনা রয়েছে মানে মলিকিউলের কথা বলা হয়েছিল। দুধের সোনা বের করে কি আপনি গয়না বানাবেন?” কটাক্ষ করে তিনি বলেন, “বিজ্ঞানের পড়ুয়া না হলে এটা বোঝা কঠিন।”

রাজ্য বিজেপির তৎকালীন সভাপতি দিলীপ ঘোষ বর্ধমানের একটি জনসভায় গিয়ে বলেছিলেন “গরুর দুধে সোনা রয়েছে”। এই নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। প্রশ্ন উঠেছিল দিলীপ ঘোষের মানসিকতা নিয়ে। ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছিলেন, বিজ্ঞানসম্মত কথাই বলেছেন তিনি।

বিজেপির নয়া রাজ্য সভাপতির গলায় এবার একই সুর। বিজেপির পক্ষ থেকে, ২০১৯ সালে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির মন্তব্যের সমর্থনে পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্র শেয়ার করা হয়। ওই গবেষণায়, গরুর দুধে অন্যান্য খনিজের সঙ্গে সোনার উপস্থিতির প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা।

পোল্যান্ডের রক্‌ল ইউনিভার্সিটি অব টেকনোলজির ২০০৫ সালের গবেষণায় গরুর দুধে অজৈব এবং রাসায়নিক মিলিয়ে ৩৮টি উপাদান মিলেছিল। দস্তা, আয়োডিন, অ্যালুমিনিয়াম, রেডিয়াম, প্লাটিনাম, অ্যান্টিমনি-সহ নানা পদার্থের মতোই গরুর দুধে যে সোনা রয়েছে সেটা প্রমাণ করে দিয়েছিলেন তাঁরা। এদিন তারই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, দিলীপ ঘোষ সোনার মলিকিউলের কথা বলেছিলেন। কিন্তু তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।