এসএসসিতে চাকরিপ্রার্থী নিয়োগ করা হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুজন

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের প্রার্থী নিয়োগের দাবি জানালেন বাম পরিষদীয় দলনেতার সুজন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি।

স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৬ সাল নাগাদ। এরপর দীর্ঘ পাঁচ বছর কেটে গিয়েছে, মেধাতালিকা তৈরি হলেও এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি।

সেই জন্য চাকুরী প্রার্থীদের পথে নেমে বিক্ষোভ করতে দেখা গেছে। বৃহস্পতিবার চাকরিপ্রার্থীদের দাবিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সুজন চক্রবর্তী।

ওই চিঠিতে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানান, লোকসভা নির্বাচনের পূর্বে ২০১৯ সালে এই সকল চাকরিপ্রার্থীরা প্রেসক্লাবের সামনে ২৯ দিন ধরে অনশনে সামিল হয়েছিলেন।

সেই আন্দোলনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে গিয়ে বলেছিলেন একজন পরীক্ষার্থীরও নিয়োগ বাতিল হবে না। প্রয়োজন পড়লে নিয়ম বদলে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, কিছুক্ষন চাকরি পেলেও বেশিরভাগই ব্রাত্য হয়েছেন। ২০২০ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে শরীর শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ক প্রার্থীরা‌ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

তখনও মুখ্যমন্ত্রী দ্রুত নিয়োগের আশ্বাস দেন কিন্তু তা বাস্তবায়ন ঘটেনি। তাই সুজনের প্রশ্ন,যেখানে মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দেন সেখানেও নিয়োগ প্রক্রিয়া আটকে গেল কেন?

সুজন চক্রবর্তী জানান, শূন্যপদ থাকা সত্ত্বেও আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ফলে পরীক্ষার্থী ও তাদের পরিবার মানসিক এবং অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

শিক্ষিত অথচ বেকারদের কর্মসংস্থান না থাকার কারণে রাজ্যের অর্থনীতির গ্রাফ ক্রমশ নিম্নমুখী। তাই অবিলম্বে প্রতিশ্রুতি অনুযায়ী চাকুরিপ্রার্থী নিয়োগের দাবি জানিয়েছেন সুজন চক্রবর্তী।