“পিসি–ভাইপোর দল ছেড়ে বিজেপি–তে আসুন”, শুভেন্দুকে বিজেপিতে আহ্বান সৌমিত্রর

রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের সভায় গেরুয়া শিবিরে যোগদান করার বিস্ফোরক মন্তব্য শুনে শুভেন্দু অধিকারী কে বিজেপি শিবিরে আহ্বান জানালেন সৌমিত্র খাঁ। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি প্রকাশ্য সভায় এবার শুভেন্দু অধিকারী কে নিজেদের দলে চলে আসার কথা বলেন।

রবিবার সৌমিত্র খাঁ বলেন,”বাংলায় উন্নতি করতে হল প্রথমেই তৃণমূল কংগ্রেস দলটাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। মন্ত্রী শুভেন্দু অধিকারী কথার ইঙ্গিতে বোঝাতে চাইছেন যে রাজ্যের স্বার্থে এই সরকারের পরিবর্তন হওয়া দরকার। আমি তাঁকে বলব, মানুষের জন্য কাজ করতে হলে অবিলম্বে পিসি–ভাইপোর দল তৃণমূলকে ছেড়ে বিজেপি–তে চলে আসুন।”

তিনি আরো বলেন,”তৃণমূলে সৎ ও পরিশ্রমী মানুষের কোনও জায়গা নেই। স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করার জায়গা শুধু গেরুয়া শিবিরেই রয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব সাংসদ সৌমিত্র খাঁ–র বক্তব্যের নিন্দা প্রকাশ করে জানিয়েছেন, বিজেপি ছলে, বলে, কৌশলে তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে।

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‌শুভেন্দু তৃণমূলের সম্পদ। বিজেপি ভাল করে জানে যে তাদের নিজেদের এ রাজ্যে কিছুই করা সম্ভব নয়, তাই তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা করছে। মানুষের মধ্যে এই বিভাজন করতেই তো সিদ্ধহস্ত গেরুয়া শিবির।”

বেশ কিছুদিন আগে থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন স্থানে সভা করছেন। দলীয় ব্যানার এর পরিবর্তে “আমরা দাদার অনুগামী”লেখা ব্যানার ব্যবহার করেছেন তিনি।

সেই সভাতে আহবান এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি নেননি। মন্ত্রিসভার বৈঠকেও তিনি যাননি। শনিবার পুরুলিয়ায় শুভেন্দু বলেন,”প্যারাস্যুটে করে নামিনি। লিফটেও উঠিনি। সিঁড়ি ভেঙে উঠেছি”।

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর,১০ নভেম্বর নন্দীগ্রামে বিরাট মিছিল করতে চলেছেন তিনি। তারপরেই নাকি তিনি তাঁর রাজনৈতিক সিদ্ধান্ত জানাবেন। শুভেন্দু ঘনিষ্ঠ এক নেতা বলেন,”দাদা ওদিন কী বলেন তার দিকেই তাকিয়ে রয়েছি আমরা। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পিছনে দাদার অনেক বড় অবদান ছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে দল তাঁকে কিছুই দিতে পারেনি”।