বর্তমানে টলিপাড়ার একটাই আলোচনা শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে। কারণ টলিপাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জন। শ্রাবন্তী তার তৃতীয় স্বামী রোশনের সঙ্গে বর্তমানে তার কেমন সম্পর্ক রয়েছে আদতেও কোনও সম্পর্ক রয়েছে কিনা তা জানতে উৎসুক অনুরাগীরা।




মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঠেস দেওয়া পোস্ট করে শ্রাবন্তীকে ঠুকছে রোশন। শ্রাবন্তীর তৃতীয় স্বামীর পোস্ট দেখে কারণ বুঝতে অসুবিধা হচ্ছে না যে সে অভিনেত্রীকে ছাড়া খুব একটা ভালো নেই।




তবে শ্রাবন্তীর মনের কি একই অবস্থা? সেটা অবশ্য অভিনেত্রী বলতে পারবে। তবে, বর্তমানে টলিপাড়ার বাবলি গার্ল ব্যস্ত নিত্য নতুন সাজে এবং নিজের কেরিয়ার নিয়ে।




তবে এবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে রয়েছে রোশনের এক ইনস্টাগ্রম পোস্ট। সোশ্যাল মিডিয়াতে ধরা পরল শ্রাবন্তী রোশনের তিক্ততা। নাম না করে ফের স্ত্রীকে কটাক্ষ করলেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান।




শ্রাবন্তী রবিবার রাতে ইনস্টাগ্রামে তাঁর বাবা-মায়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করেন। ছবিতে হাসি মুখে শ্রাবন্তীকে পোজ দিতে দেখা গেল, এবং ছবিতে নিঃসন্দেহে নজর কাড়ল শ্রাবন্তীর সিঁথির লাল সিঁদুর। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখলেন-‘দারুণ সারপ্রাইজ, আমার সবচেয়ে বড় সাপোর্ট.. আমি আশীর্বাদ ধন্য’।




বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেও শ্রাবন্তীকে সিঁদুর মাথায় দেখছে দর্শকরা। আপতত স্টার জলসার একটি রিয়ালিটি শো হোস্ট করেন নায়িকা,সেখানেও সিঁদুর মাথাতেই দেখা যায় তাঁকে।




সিঁদুর পরা কিংবা না পরা কারুর ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এই নিয়েই পরোক্ষে কটাক্ষ ধেয়ে এল রোশনের তরফ থেকে। শ্রাবন্তীর এই ইনস্টাগ্রাম পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই রোশন ইনস্টাগ্রামে আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উদ্ধৃতি পোস্ট করেন।




যেখানে লেখা- ‘বিয়ের সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে, সিঁদুর একটা খুব দুর্বল চিহ্ন সেটার গুরুত্ব প্রমাণ করতে’। এই পোস্টের ক্যাপশন হিসাবে রোশন আরও বিস্ফোরক মন্তব্য করলেন।
View this post on Instagram
তিনি লেখেন- ‘আমি এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ন সহমত। এবং ব্যক্তিগতভাবে আমি সেইসব মেয়েদের ঘৃণা করি যাঁরা সিঁদুর লাগায় অথচ তাঁদের স্বামী অথবা প্রাক্তন সেটা পছন্দ করে না যখন সেটি তাঁদের জন্য লাগনো হয়’।