“যাঁরা বাংলার সংস্কৃতি জানেন না, তাঁরা বহিরাগত”, রোড শো থেকে কটাক্ষ সোহমের

দিন কয়েক আগেই বর্ধমান থেকে ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারই পাল্টা রোড শো করলেন টলিউড অভিনেতা তথা যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী।

শক্তি প্রদর্শনে পথে নেমে হুংকার দিয়ে জানিয়ে দিলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন তিনি।

শনিবার একদিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই এদিন পাল্টা মিছিল করে তৃণমূল। টাউনহল থেকে গোলাপবাগ পর্যন্ত রোড শোয়ে অংশ নেন সোহম চক্রবর্তী।

সেই মিছিলে জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সোহম বলেন,”এই রোড শোয়ের জনসমাগমই বিজেপিকে জবাব দিয়ে দিল। গেরুয়া শিবিরের গর্ত খুঁড়ে ফেলল।”

এরপর সোহম চক্রবর্তী সরব হন কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে। তিনি বলেন,”বাংলার তৃণমূল সরকার সর্বদা কৃষকদের কথা ভেবেছে। তাঁদের পাশে দাঁড়িয়েছে। তাই কৃষক বিরোধী কোনও আইন আমরা মানব না।”

বিজেপিকে বারবার “বহিরাগত” বলে কটাক্ষ করেছে তৃণমূল। শাসক দলের নেতা মন্ত্রীরা কৈলাস বিজয়বর্গীয় থেকে জেপি নাড্ডা, অমিত শাহকে “বহিরাগত” বলে থাকেন। সোহম চক্রবর্তী এদিন নিজেও “বহিরাগত” প্রসঙ্গে মুখ খোলেন।

শনিবারই সাংবাদিক সম্মেলনে জেপি নাড্ডা বাংলার সংস্কৃতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন,রাজ্যে বর্তমানে যেভাবে কাটমানি, তোলাবাজি-সহ নানা দুর্নীতি চলছে, তা বাংলার সংস্কৃতি নয়।

পাল্টা জবাব দিয়েছেন সোহম চক্রবর্তী। তিনি বলেন,”বাংলার সংস্কৃতি-ঐতিহ্য রাজ্যের মানুষ খুব ভালভাবে জানেন ও বোঝেন। যাঁরা বাংলার সংস্কৃতি জানেন না, তাঁরাই বহিরাগত।”

প্রসঙ্গত,বর্ধমানের বামচাঁদাইপুরে রোড শো হওয়ার আগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের উপর হা’মলা, পার্টি অফিস ভাঙচু’র করা হয়। অভিযোগের তীর বিজেপির দিকেই। শক্তিগড় থানার পুলিশ ও র‍্যাফ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রোড শো নির্বিঘ্নে সম্পন্ন হয়।