শোবার ঘরে বিছানার নীচে থেকে ফোঁস করে উঠল বি’ষধর কোবরা সাপ, তুমুল ভাইরাল ভিডিও

সাপ অতি ভয়ানক একটি প্রাণী। বেশিরভাগ সময় মাটির ঘরে হয় সাপের আস্তানা। সেই কথা প্রমাণিত হয়ে গেল আবার।

গৃহস্থের মাটির ঘরে ঢুকে গেল এক ছোট্ট কোবরা। ঘরের মধ্যে সাপ ঢুকে রয়েছে অথচ, টের পেলেন না কেউ। একেবারে অজান্তেই সাপের সাথে চলছে মানুষের বসবাস।

এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। “নাগ লোক” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে,

খড়ের ছাউনি করা এক মাটির বাড়িতে প্রবেশ করছেন সাপ ধরতে আসা এক ব্যক্তি। ঘরের মধ্যে প্রবেশ করতেই তিনি বুঝতে পারেন,

সাপটি ঠিক কোথায় রয়েছে। পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভর করে সোজা আলমারির কাছে চলে যান তিনি। সেখানেই পেয়ে যান সাপের সন্ধান।

আলমারির কাছে গিয়ে ওই ব্যক্তির চারিপাশ ভালো করে নিরীক্ষণ করতে শুরু করেন। তিনি বুঝতে পারেন আলমারির নিচেই রয়েছে একটি সাপ।

তবে সাপটি নেহাতই ছোট। এরপর তিনি স্টিলের একটা লাঠির সাহায্য নিয়ে সাপটিকে আলমারির নিচে থেকে বের করে আনেন।

এটি একেবারেই একটি ছোট সাপ। সাপটি আকার আকৃতিতে ছোট হলেও, বড় বিষধর সাপের থেকে বরং বেশ খানিকটা বেশি তেজী।

সৌভাগ্যবশত সাপ ধরতে আসা ওই ব্যক্তির হাতে গ্লাভস পড়েছিলেন। না হলে সাপের কামড়ে প্রাণ বিপর্যয় ঘটছে তার।

বারবার ফনা তুলে ওই ব্যক্তিকে আক্রমণ করতে চেষ্টা করেছিল ছোট্ট সাপটি। তবে সফল হয়নি। সবথেকে ধরে ঘর থেকে বের করে আনেন সাপ ধরতে আসা ওই ব্যক্তি।

তিনি বলেন, সাপটির বয়স প্রায় দুমাস। ইতিমধ্যে সাপের বিষ দাঁত রয়েছে। তাই সে প্রাণঘাতী। সাপ ধরার এই দৃশ্য কে কেন্দ্র করে প্রচুর জনসমাগম হয় বাড়ির সামনে।

আট থেকে আশি সকলে উৎসুক দৃষ্টিতে সাপ ধরার পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন। এরপর কৌটোর মধ্যে বন্দি করে ফেলা হয় সাপটিকে।

“নাগ লোক” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ইউটিউবে।

সাপ ধরা পড়েছে মাটির বাড়িতে।ঠিক সেই কারণে আশে পাশের বাড়ি থেকে সকলেই শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিতে শুরু করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সাপ সাধারণত মা মনসার আরেক রূপ। দেবাদিদেব মহাদেবের কন্ঠে সাপ জড়ানো থাকে। তাই সেদিন সেই কথা স্মরণ করেই

উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মেতে ওঠে গ্রামবাসীরা। ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার মানুষ দেখে নিয়েছে সাপ ধরার এই ভয়ানক দৃশ্য।