



সনি টিভির অন্যতম একটি রিয়ালিটি শো হচ্ছে সুপারস্টার সিঙ্গার সিজন-২। যদিও বা কিছু সপ্তাহ আগেই শো-এর সমাপ্তি ঘটেছে।




তবে এখন অব্দি শো এর রেশ কাটিয়ে উঠতে পারেনি মানুষ। শো এর প্রত্যেকটি পার্টিসিপেন্টের গান এখন অব্দি সোশ্যাল মিডিয়ায় ঠিক আগের মতনই ভাইরাল হচ্ছে।




এবারে সুপারস্টার সিঙ্গারের বিজেতার খেতাব জিতে নিয়ে গেছে মোহাম্মদ ফায়েজ। আর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা,




গেল মঞ্চে ক্যাপ্টেন অরুনিতার সঙ্গে হাতে গিটার নিয়ে একসাথে গান গাইলো মোহাম্মদ ফায়েজ। ফাইজের ভিডিও সোশ্যাল মিডিয়ায়,
প্রায় সর্বদাই ঘোরাফেরা করে। এই মঞ্চে সবচেয়ে ফেমাস পার্টিসিপেন্ট হয়ে গেছে মোহাম্মদ ফয়েজ। মোহাম্মদের গানের গলা শুনে এখন মুগ্ধতায় ভাসছে গোটা দেশ।
তার গানের গলার প্রশংসা করছে সকল মানুষ। এইটুকুনি বয়সেই এত সুন্দর সে গান গায় যা শুনলে মন ছুঁয়ে যাবে। এদিকে দেখতে গেলে তার হয়তো অত কোন গানের প্রশিক্ষণ নেই, কিন্তু তাও দেখুন এত দুর্দান্তভাবে মোহাম্মদ গান গায় যা শুনে প্রশংসা করতে বাধ্য হবেন আপনি নিজেও। প্রথম দিন থেকেই ফায়েজ সকলের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেল অরুনিতার সঙ্গে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে একটি অসাধারণ ডুয়েট পারফরম্যান্স দিল ফায়েজ। সম্প্রতি ভিডিও শুরু হতেই দেখা গেল ফায়েজের একটি অসাধারণ মেলোডি ভরা গান।
ভিশাল মিশরার গাওয়া ‘কাবীর সিং’ সিনেমা থেকে “ক্যায়সে হুয়া” গানটি গাইতে দেখা গেল ফায়েজ। ফায়েজের দুর্দান্ত গানের গলা তো আছেই আর তার সঙ্গে কিন্তু ফায়েজ খুব সুন্দর ভাবে গিটারও বাজাতে পারে। প্রথম দিন যখন অডিশন দিতে ফায়েজ মঞ্চে এসেছিল তখনো ফায়েজকে দেখা গেছিল গিটার হাতে একটি দুর্দান্ত গান গেয়ে সকলের মন জিতে নিতে। আর এবারেও দেখা গেল ফায়েজকে গিটার হাতে জনপ্রিয় এই রোমান্টিক গানটি অসাধারণ ভাবে গাইতে। সকল বিচারকরা ফায়েজের গানে ভেসে গেলেন।
ফায়েজ প্রথম দিন থেকেই বিচারক এবং দর্শকের খুবই পছন্দের একটি পার্টিসিপেন্ট হয়ে গেছে। ফায়েজ হচ্ছে এমন একজন আর্টিস্ট যার গানের গলা সত্যিই খুব মিষ্টি এবং সুন্দর। আর সুপারস্টার সিঙ্গারের মঞ্চে ফায়েজ সর্বদা এমন এমন গান চুজ করেছে যে গানগুলো সকলের মন ছুঁয়ে যাওয়ার মতন গান। আর এই ভাবেই ফায়েজ সুপারস্টার সিঙ্গারের বিজেতার খেতাব জিতে নিয়ে গেছে।
অডিশনাল প্রথম দিন থেকেই গোটা ভারতবর্ষের মন জিতে নিয়েছে মোহাম্মদ ফায়েজ। ফায়েজ এত দুর্দান্তভাবে গান গায় সে পবনদ্বীপের জায়গাও কেড়ে নিতে পারে। বর্তমানে এই ভাইরাল ভিডিওটি গত এক মাস আগে ইউটিউবে Crazytalk tik নামের একটি চ্যানেল থেকে ভাইরাল হয়েছে। ১৪ হাজার মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন আর লাইক করেছেন প্রায় হাজারের কাছাকাছি মানুষ। পাশাপাশি অসংখ্য কমেন্ট আজকেও দেখা গেছে ভিডিওটিতে।