শিল্পী চলে যায় ঠিকই, কিন্তু রেখে যায় তার শিল্প স্ব’ত্বা। যা তাকে সকলের মাঝে চিরকালীন অম’র করে রাখে। কিং’বদন্তী সঙ্গীতশিল্পী এস পি বালা সুব্রামানিয়াম ক’*রো’নার সাথে ল’ড়ে কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে।




তার এই হঠাৎ চলে যাওয়া ভারতীয় সঙ্গীত জগতের পক্ষে একটি অপূরণীয় ক্ষ’তি। কিন্তু খসে পড়লেও নক্ষত্রের পরিচয় নক্ষত্রই থাকে।




তাই তিনি চলে গিয়েছেন ঠিকই কিন্তু তার অমূল্য সৃষ্টিগুলি আজও তাকে সকলের মাঝে অম’র করে রেখেছে। এবার তার স্মৃ’তিচারণ করে ইন্ডি’য়ান আইডল মঞ্চে গান গাইলেন তারই এক অনু’রাগী।




ইন্ডি’য়ান আইডল ভারতের অন্যতম সংগীত রিয়ে’লিটি শো। সেই মঞ্চে এসপি বালা সুব্রামানিয়ামের স্মৃ’তির উদ্দেশ্যে গান গাইলেন তার পরম অনু’রাগী শ্রীশা ভাগ্যতুল্লা।




শ্রীশা জানিয়েছেন গত মার্চ মাসেই সে সুযোগ পেয়েছিল ওই বর্ষিয়ানের সাথে গান গাওয়ার কিন্তু দুর্ভা’গ্যবশত ক’রো’না পরিস্থিতিতে ল’কডাউন চলায় ওই শো টির সময়সীমা কিছুটা পিছিয়ে যায় তার মধ্যেই কোর্টে যাই এই দু’র্ঘট’না।




তাই তার আর সুব্রামানিয়াম স্যারের সাথে গান গাওয়া হয়ে ওঠেনি। সনি ইন্ডি”’য়ান আইডল মঞ্চে দুঃ’খ প্রকাশও করেছেন ওই প্রতি’যোগী।




অতঃপর তার পৃথিবীর উদ্দেশ্যে একটি তারে গাওয়া একটি কালজ’য়ী গান “সাথিয়া” গানটিকে তার প্রতি শ্র’দ্ধা জ্ঞা’পন করেছেন শ্রীশা।




প্রসঙ্গত, গত ২৫ শে সেপ্টেম্বর ক’*রোনায় আ’ক্রা’ন্ত হয়ে চেন্নাইয়ের এক হাস’পাতালে শেষ নিঃ’শ্বা’স ত্যা’গ করেছিলেন।




তামিল ইন্ডা’স্ট্রির পাশাপাশি বলি’উড সুপারস্টা’র সালমান খানের অসংখ্য জনপ্রিয় গানগুলোতে যিনি ক’ণ্ঠ দিয়েছেন তিনি এসপি বালাসুব্রামানিয়াম।


বালা সুব্রামানিয়াম একাধারে ছিলেন সংগীতশি’ল্পী, সংগীত পরিচালক, অভিনেতা, প্রয়োজক। জী’বদ্দশায় পদ্ম’শ্রীসহ অজস্র পুরস্কার আর স’ম্মাননায় ভূষিত হয়েছেন এসপি বালাসুব্রামানিয়াম।
১৯৪৬ সালের ৪ঠা জুন চেন্নাইয়ে জ’ন্ম হয় তার। ছোট থেকেই সঙ্গীতের প্রতি ছিল বিশেষ অনু’রাগ। ১৯৬৬ সালে ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’ নামের তেলে’গু ছবির মধ্যে দিয়ে স’ঙ্গীত জগতে হাতেখড়ি হয় তার।


এরপর একে একে নানা হিন্দি, তামিল তেলেগু ছবিতে গান গেয়ে প্রথম সারির গায়কের তকমা পান এসপি। একদিনে ২১টি গান রেকর্ড করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে।
৫ দশকের বেশি সময়ের ক্যা’রিয়ারে গানের সংখ্যা ৪০ হাজার গান গেয়ে দর্শকদের মনে এক বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে এসপি বালাসুব্রামানিয়াম।