আগামী ২৪ ঘন্টায় রাজ্যের এই ৩ জেলায় জাঁকিয়ে পড়বে ঠান্ডা, সাথে হবে বৃষ্টিও, পূর্বাভাস হাওয়া অফিসের

ডিসেম্বরের শেষ সপ্তাহ, তারই মধ্যে সোয়েটার মাংকি ক্যাপের পরিবর্তে ছাতা আর রেইনকোট খোঁজার পর্ব শুরু। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে হাড় কাঁপানো শীত উধাও। কমছে শীতের দাপট। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে।

অন্যদিকে, আজ অর্থাৎ সোমবার থেকে রাজ্যের বিভিন্ন অংশে আকাশ থাকবে মেঘলা। একই সাথে থাকছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ২৮-২৯ ডিসেম্বর বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে ২৯ তারিখ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া। উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে দুই পশ্চিমী ঝঞ্ঝা। আবার, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাতেই বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে বাতাস। কলকাতা সহ জেলাগুলির বেশ কয়েক ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে।

বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প পূর্ণ বায়ুর কারণে বছর শেষে বৃষ্টিতে ভিজবে বাংলা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়ায়। সোমবার সেই তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং ১৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার আবহাওয়া নতুন বছরে কেমন থাকবে সেকথা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত সেভাবে শীতের দাপট থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝার রেস কাটিয়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত আবার নিজের রুপে ফিরতে পারে।