“পুলিশ উর্দি ছেড়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ভৃত্যের কাজ করুক”, মন্তব্য সৌমিত্রর

বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে নবান্ন অভিযানের যে আয়োজন করা হয়,সেই নিয়ে তোলপাড় বাংলা। দিন পেরিয়ে গেলেও উত্তেজনার পারদ কিন্তু নামেনি। হাওড়া এবং কলকাতায় আবারও অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন অঞ্চল। পুলিশের এই নিরাপত্তাতেই ক্ষুব্ধ বিজেপি মহল। বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই নিয়ে সরব হলেন।

হাওড়া এবং কলকাতার বিভিন্ন অংশ ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। একইসঙ্গে মোতায়েন করা হয়েছে জলকামান। রাস্তায় যে সমস্ত ইট পাথর পড়ে ছিল তা পরিস্কার করে ফেলা হয়েছে। চারিদিকে ক্যামেরার ব্যবস্থা করে কোথাও কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে কিনা তা কন্ট্রোল রুম থেকেই নজরদারি করা হবে।

একই সঙ্গে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা  সহজ হবে। সৌমিত্র খাঁ এর অভিযোগ , ডানলপ এ বিজেপি কর্মীদের গাড়ি আটক করার পাশাপাশি পুলিশ-বিজেপি নেতাকর্মীদের আটকে দিতে চেয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,”পুলিশ উর্দি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভৃত্যের কাজ করুক। সেটাই ভাল হবে।”

গতকাল সকাল ১১ টা নাগাদ চারদিক থেকে মিছিল শুরু হয়। বিজেপির রাজ্য দপ্তর থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল বের হয়। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়ের নেতৃত্বে হেস্টিংসে ফ্লাইওভারের নিচ থেকে একটা মিছিল শুরু হয়।

হাওড়া ময়দান থেকে অনুষ্ঠিত মিছিল নেতৃত্ব দেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সাঁতরাগাছি থেকে মিছিলটির নেতৃত্ব দেন সায়ন্তন বসু।

যদিও এই মিছিলের জন্য প্রশাসন অনুমতি দেয়নি। সেই নিয়ে ক্ষুব্ধ বিজেপি মহল। উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী যদি মিছিল করতে পারেন তাহলে গেরুয়া শিবির কেন মিছিল করতে পারে না, এই প্রশ্ন উঠেছে বারবার। নবান্ন থেকে গেরুয়া শিবিরে যে চিঠি পাঠানো হয় তাতে, ক’রো’ণা সংক্রমণ এবং সুপ্রিম কোর্টের রায় কে কারণ হিসেবে বলা হয়েছে।