“মমতার নেতৃত্বে বাংলায় তৃণমূলই ক্ষমতায় ফিরবে”, আশাবাদী শরদ পওয়ার

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কে’ন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন মাত্র কিছুদিনের অপেক্ষা। বাংলা সহ অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে শুরু হতে চলেছে নি’র্বা’চ’ন। এই নির্বা’চনে বিজেপির ফলাফল নিয়ে মন্তব্য করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার।

তাঁর মতে, অসম ছাড়া সব জায়গাতেই বি’জে’পি হে’রে যাবে। একই সঙ্গে এই বর্ষীয়ান নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বার্তা দিয়েছেন।

পশ্চিমবঙ্গের ক্ষ’ম’তায় আবারো তৃণমূল সরকার আসবে, এই বিষয়ে আ’শাবাদী শরদ পওয়ার। কেরল এবং তামিলনাড়ু প্রসঙ্গে তিনি বলেন, “এই পাঁচ রাজ্যে ভো’টের ফলাফল নিয়ে এখনই কথা বলা উচিত নয়, কারণ সেখানে এখনও ভো’ট হয়নি।

তবে কেরলে বামেদের সঙ্গে জোট বেঁধেছে এনসিপি। আর বিপুল মার্জিনে জেতার ব্যাপারে আমরা আশাবাদী। তামিলনাড়ুতে অবশ্যই ডিএমকে ক্ষ’মতায় আসবে। কারণ, মানুষ স্টালিনকেই সম’র্থন জানাবে বলে আমার বিশ্বাস।”

বাংলার বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর দাবি, “পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্র, বিশেষ করে বিজেপি ক্ষ’মতার অ’পব্য’বহার করছে। তারা একজন বোনকে আ-‘ক্র-‘ম-ণ করছে, যে কিনা নিজের রাজ্যের মানুষের হয়ে ল’-ড়া’-‘ই করছে।

বঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলই যে ক্ষ’মতায় ফিরছে সে ব্যাপারে নিশ্চিত আমি।” অন্যদিকে অসমে বিজেপি ক্ষ’ম’তা’য় আসতে পারে বলেও জানালেন তিনি।

তিনি বলেন, “অসমে অবশ্য বিজেপিই ক্ষ’ম’তা’য় আসবে। তবে অন্য রাজ্যগুলোতে তাদের ক্ষ’ম’তায় আসার কোনও সম্ভাবনাই নেই। আর এটাই দেশকে নতুন দিশা দেখাবে।”

শুধু শরদ পওয়ার নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এগিয়ে এসেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব,

উত্তরপ্রদেশে সমাজবাদী পা’র্টি নেতা অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতাকে সম’র্থন করেছেন তারা। এবার সেই তালিকায় অ’ন্তর্ভুক্ত হলেন বর্ষিয়ান নেতা শরদ পওয়ার।