বিশালাকার কোবরার সঙ্গে অসম্ভব বন্ধুত্ব খুদে মেয়ের, ভাইরাল ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চারিদিকে সাপের ভিডিও ছড়াছড়ি। এইসব ভিডিও দেখে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে।

ভিডিওগুলিতে সাপের এমন সব দৃশ্য দেখানো হয় যা দেখে যে কেউ পুরো ভয় পাবে। হাবিব হয়তো আমরা মোটামুটি সবাই পাই।

তবে অনেকে কিন্তু আবার সাপে ভয় একদমই পায় না। কারণ তারা নিজেদের বাড়িতেই সাপ বসে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

তবে এই ভিডিও দেখে আপনার একটু অবাক হবেন। ইউটিউব থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেল একটি ছয়-সাত বছরের বাচ্চা,

মেয়ে অনেকগুলি সাপের এর সাথে জীবন যাপন করছে। ভিডিওটি শুরু করতেই দেখা যায় ধানক্ষেতের মধ্যে বাচ্চা মেয়েটি বসে আছে আর তাকে ঘিরে রয়েছে দুখানা সাপ। এখানে অন্য কোন বাচ্চা থাকলে কি যে করত তা ভাবলেই অবাক লাগে। আর সেখানে এই বাচ্চা মেয়েটি সবগুলির সাথে প্রায় বন্ধুর মতন মিশে রয়েছে। এমনকি দেখা গেল সাপ দুটি তাকে ছোবল মারার পর্যন্ত চেষ্টা কর কিন্তু তাও সে কোন ভয় না পেয়ে তাদেরকে কোলে করে বসিয়ে রয়েছে। জানা যাচ্ছে বাচ্চাটির নাম কাজল।

বাচ্চাটির বয়স ৮ বছর। ভারতের ঘাটামপুরে এই বাচ্চাটির বাড়ি। বাচ্চাটি বলে তার বাড়িতে তার দুই ভাই, ছয় বোন তার বাবা-মা এবং তার ছয়টি কিং কোবরা আছে। এমনকি বাচ্চাটি বলে তার এই সাপেদের সাথে থাকতে খুবই ভালো লাগে। বাচ্চাটি কোন স্কুলে যায় না বরং বাচ্চাটি সাপ ধরতে যায় বনে জঙ্গলে তার বাবার মত। এমনকি ভিডিওতে দেখা যায় বাচ্চাদের সাপ ধরতে,

গেছে আর সেখানে তাকে একটি সাপে আক্রমণ করেছে। তাও বাচ্চাটি একদম অনায়াসে রয়েছে। এই দেখেই বোঝা যাচ্ছে বাচ্চাটি সাপ কত ভালবাসে। এমনকি কোন সাপে যদি বাচ্চাটিকে আক্রমণ করে তাহলে তার বাবাই বাড়িতে জড়িবুটি দিয়ে ওষুধ তৈরি করে তাকে সুস্থ করে তোলে। ভিডিওটি বর্তমানে youtube থেকে তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে। truly নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি বহু বছর আগে আপলোড করা হয়েছিল। তবে বর্তমানে ভিডিওটি আবারও ভাইরাল হচ্ছে।