দুর্দান্ত ভঙ্গিমায় বলিউড অভিনেত্রীদের মত হুবহু নেচে নেটদুনিয়ায় ভাইরাল খুদে, তুমুল ভাইরাল ভিডিও

সামারিয়া থাপা কে চিনে না এমন মানুষ ভারতবর্ষে খুব কমই আছে। ছোট্ট এই নেপালি কন্যা এখন পুরো ভারতবর্ষের হা’র্ট থ্রব।

ছোট্ট খুদে কন্যাটির প্রতিভায় মু’গ্ধ প্রত্যেকটি দর্শক। তার প্রতিটি টিকটক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

তার বয়স খুব বেশি হলেও চার কি পাঁচ, কিন্তু এই বয়সেই তার নাচ মাতিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ছোট্ট সমারিয়ার যাত্রা শুরু টিক’টক থেকে।

শুধু নেপালি গান নয়, নানা বলিউড গানেও পারফর্ম করে সে। সবথেকে অবা’ক লাগে এই বয়সেই তার এক্স’প্রে’শন,

বিশেষ করে প্রত্যেকটি গানের তালে তালে তার এ’ক্স’প্রেশন তাক লাগিয়ে দেওয়ার মতো। এইটুকু খুদে কন্যা আর এই প্রতিভা প্রত্যেকটি মানুষকে করে দেয় অ’বাক,

বিশেষ করে এই ধরনের এক্স’প্রেশন বোধহয় খুবই দ’ক্ষ অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়। কিন্তু এই বয়সেই তার এই প্রতিভা মু’গ্ধ করেছে সকলকে।

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে তাকে অনেক অবতারে দেখা যাচ্ছে। তবে সব কটি গানই ছিল নেপালি।কখনো বা তাকে কালো টপ লাল ড্রে’সের সঙ্গে,

আবার কখনোবা হলুদ টপ, আবার কখনো বা সাদা ড্রেসে তাকে নেপালি গানে নাচতে দেখা যাচ্ছে। এইটুকু বয়সে তার চো’খ মু’খের এ’ক্স’প্রেশন সত্যিই দেখার মতো।

এক কথায় তাকে সোশ্যাল মিডিয়া সে’ন্সে’শন বলে যায়। শুধু নাচই কেন, ছোট্ট সামারিয়ার এবিসিডি শেখা, তার খুনসুটি, দু’ষ্টুমি অত্যন্ত পছ’ন্দ করেন দর্শকরা।

এই বয়সে তাঁর এই প্রতিভা সত্যি ভগ’বান প্রদ’ত্ত বলেই মনে করেন অনেকে। ছোট্ট এই কন্যাকে অনেকেই পরবর্তীকালে অভি’নেত্রী হিসেবে বড় জায়গায় দেখতে চান, সময়ই বলবে তার ভবি’ষ্যতের কথা।

তবে এখনই এই বিষয়ে কিছু বলতে চাইছেন না তার বাবা-মা। তাদের মতে তাদের মেয়ে এখনো অনেক ছোট, ঠিক করে বোধ শ’ক্তিও হয়নি তার।

তাই এখন মেয়েকে নিয়ে কিছুই ভাবে না তারা, আগেই সে লেখাপড়া শিখুক, সাথে যদি সে অভি’নয় শিখতে চায়, শিখবে। কার সাথে সবসময়ই আছেন তারা।

কিন্তু ভবিষ্যতের কথা নির্ধারণ করার জন্য সে এখনো বড়ই ছোট, তাই এই প্রস’ঙ্গ এখন চি’ন্তার বাইরে থাকা উচিত।