একে অপরের গা জড়িয়ে তুমুল ল’ড়াই করছে বিশাল আকারের দুটি কোবরা সাপ, ঘটল বিপত্তি, তুমুল ভাইরাল ভিডিও

সাপ সবসময়ই এক রহস্যময় জাতি। পুরাকালে অনেক উপকথাতেই সাপের বিভিন্ন অলৌকিক ক্ষমতার পরিচয় পাওয়া গেছে। বলা হয় সাপ সম্মোহন ক্ষমতার সাহায্যে জীবজন্তুকে বশ করে শিকার ধরে। এমনকি হিন্দু ধর্মে সাপকে দেবী মা মনসার বাহন হিসেবে পূজা করা হয়।

এমনকি মহাদেবের গলাতেও দেখা যায় বাসুকিনাগ কে। হিন্দু ধর্মের স্বয়ং বিষ্ণু শায়িত রয়েছেন শেষ নাগের কোলে, সুতরাং সাপকে যে পুরাকালে অনেক বড় আসনে বসানো হয়েছিল সেই সম্পর্কে কোন সন্দেহ নেই। কিন্তু বর্তমানে সাপকে অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে,

না মানা হলেও তার বিষকে ভয় করেন সবাই। কিন্তু পৃথিবীতে বিষধর ও বিষহীন, দুই ধরনের সাপই রয়েছে। সাপ এমনিতেই নিরীহ প্রাণী, দৃষ্টি শক্তি দুর্বল। সাপের অনুভূতি ক্ষমতা প্রবল হওয়ায় সে একমাত্র তার মাধ্যমে নিজের রক্ষা করে এবং শিকার ধরে।

এহেন অবস্থায় সাপ একমাত্র ভয় পেলে বা আত্মরক্ষার জন্যই কাউকে ছোবল মারতে থাকে। কিন্তু মানুষ না বুঝেই বহু সাপকে মেরে ফেলেন। এজন্যই বর্তমানে তৈরি হয়েছে বহু রেস্কিউ টিম, সর্প রক্ষকরা এগিয়ে এসেছেন সাপকে বাঁচানোর কাজে।

কিন্তু সর্পরক্ষক হওয়া মোটেই সহজ কাজ নয়। অনেক কম বয়স থেকেই এই কাজের জন্যে ট্রেনিং নিতে হয়। বিশেষত সাপ খুবই আক্রমনাত্মক প্রাণী, রেগে গেলে যে কোন সময় সে দংশন করে দেয়। বিষের জ্বালায় যে কোন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

তাই সে ক্ষেত্রে সাপ সম্পর্কে জানা এবং সেই সম্পর্কিত সমস্ত বিজ্ঞানের শাখা গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। সর্পরক্ষক মির্জা মহাম্মদ আরিফ অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে তার ভিডিওগুলি সবথেকে বেশি ভাইরাল হয়। তাকে অধিকাংশ মানুষই ভালোবাসেন।

তার ভিডিওতে বারবার ফুটে উঠেছে তার মানবিকতার দিকটি। তবে এসব কাজে প্রাণহানির আশঙ্কা প্রবল। সোশ্যাল মিডিয়ায় নানারকম ভাইরাল ভিডিওর ভিড়ে পিছিয়ে নেই সাপেরা ও। সম্প্রতি ভাইরাল হয়েছে দুই সাপের একটি অসাধারণ ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই সাপের লেগে গেছে তুমুল লড়াই।

একে অপরকে ছোবল মেরে লেজ দিয়ে আঘাত করে কাবু করার চেষ্টা চলছে, কিন্তু হার মানছে না কেউই। সাধারণত পুরুষ সাপেদের মধ্যে স্ত্রী সাপের উপর অধিকারকে কেন্দ্র করে এরকম লড়াই দেখা যায়, কিন্তু ভিডিওটিতে বোঝা যাচ্ছে না সাপটি স্থান-কাল বা লিঙ্গ।

কেউ হাঁপিয়ে যাচ্ছে না এই লড়াইয়ে, স্থানীয় একজন ভিডিওটি করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সাধারণত এরূপ লড়াইয়ে যেকোনো একটি সাপ হয় হার মেনে চলে যায়, না হলে তার মৃত্যু ঘটে থাকে। কিন্তু এখানে সাপ দুটি একে অপরকে পাকিয়ে ধরে তুমুল লড়াই করছে, শেষ পর্যন্ত কি হয়েছে বোঝা যাচ্ছে না।

দুর্ধর্ষ লড়াইয়ের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া তে, নেটিজেনরা অবাক সাপের এই ব্যবহারে। অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে।

বিশেষ করে সাপের এই অদ্ভুত আচরণে অবাক করেছে মানুষকে, কি কারণে তাদের লড়াই তা বোঝা না গেলেও তাদের দুর্ধর্ষ লড়াই দেখে অবাক হয়ে গেছেন তারা কমেন্ট বক্স ভরে গেছে নানা রকম কমেন্ট। ভিডিওটিতে শেষ পর্যন্ত আসল কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।

সোশ্যাল মিডিয়া তে প্রায় এরকম অদ্ভুত ভিডিও ভাইরাল হয়, যা আমাদের সত্যি অবাক করে দেয়।এর আগেও ভাইরাল হয়েছিল লাল গোলাপ কে আলিঙ্গন করে আছে এক বিরল ব্লু ভাইপার,যা সারাবিশ্বের মানুষকে অবাক করেছিল।এরকম ভিডিও দেখা সম্ভব হয় সোশ্যাল মিডিয়ার জন্য ই,তার জন্য জানাই কুর্নিশ।