পাহাড়ের গা বেয়ে আসছিল লোক ভর্তি বাস, হটাৎ রাস্তা ধসে পড়ল, ঘটলো বিপত্তি, মুহূর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকম ভিডিও প্রত্যক্ষ করতে পারি। এসব ভিডিও দেখে আমরা মূলত মনোরঞ্জন করে থাকি। সোশ্যাল মিডিয়ার জন্যই আমরা এমন সব ঘটনার সাক্ষী থাকি যেগুলো দেখলে মনে হয়, এই ঘটনা কিভাবে ঘটতে পারে। কিন্তু এগুলোর মধ্যে বেশির ভাগটাই হয় বাস্তব সম্পন্ন।

বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশের কোন প্রান্তে কি ঘটছে, এমনকি বিদেশের বিভিন্ন ঘটনা সম্পর্কে বেশ ভালোমতোই ওয়াকিবহাল হতে পারি। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। আজকাল মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম করতে শুরু করেছে।

ফেসবুক পেজ হোক কিংবা ইউটিউব চ্যানেল এমনকি ইনস্টাগ্রামে ভিডিও বানিয়েও জনপ্রিয়তা অর্জন করে নেওয়া যায়। তার সঙ্গে অর্থ পাওয়া যায় বেশ কিছু। আজকাল ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অবদান সত্যিই অনস্বীকার্য। বর্তমানে যুবক-যুবতীরা অনেকেই নিজেদের,

প্রতিভা সোশ্যাল মিডিয়ায় মেলে ধরে জনপ্রিয়তা অর্জন করার পাশাপাশি, অর্থ উপার্জনের রাস্তাও বেছে নিয়েছে। স্বাবলম্বী হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার অবদান সত্যিই প্রচুর। স্বাবলম্বী হতে সকলেই চায়। আগে পুরুষদের স্বাবলম্বী হওয়া ছিল বাধ্যতামূলক।

কিন্তু বর্তমানে মহিলারাও চায় স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে। তাই বিশাল কিছু করে উঠতে না পারলেও অনেক মহিলাই আছেন যারা অনলাইন বিজনেস করে সংসার চালান। এভাবে দিনের পর দিন বাড়ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন,

দুর্ঘটনার চিত্র কিংবা ভিডিও দেখতে পাই। এগুলি থেকে মানুষের সচেতন হওয়া উচিত। প্রতিদিনই পৃথিবীর কোন না কোন প্রান্তে অসাবধানতাবশত বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলে। কখনো মানুষের অসাবধানতাবশত কিংবা আবার পরিস্থিতির শিকার হয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বহু মানুষকে।

প্রাণহানির মতন ঘটনাও কম নয়। আবার অনেকেই দুর্ঘটনার মুখ থেকে ফিরে এসে সারা জীবন অসুস্থতার মধ্যে দিন কাটাতে থাকে। তাই আমাদের সকলের উচিত দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এখনো পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তের এমন রাস্তাঘাটের অবস্থা,

যেখান দিয়ে মানুষের যাতায়াত করা একেবারেই অযোগ্য। শুধু মানুষ কেন যানবাহন যেতেও বেগ পেতে হয় সেই সকল রাস্তা দিয়ে। শিবার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো এমন একটি ভিডিও, যেটি দেখলে চক্ষুচড়কগাছ হয়ে যেতে বাধ্য। রাস্তার মাঝে থাকা বিশাল আকার গর্তের উপর দিয়ে বাস যেতে গিয়ে,

বিপত্তি ঘটতে গিয়েও প্রাণে বাঁচলেন বাসের মধ্যে থাকা যাত্রীরা। ভিডিওটি তে দেখা গিয়েছে যে, একটি লাল মাটির রাস্তা। রাস্তার মাঝে সৃষ্টি হয়েছে বৃহদাকার এক গর্ত। আশেপাশে ছিলেন বেশ কিছু মানুষ। সেই সময় একটি যাত্রীবোঝাই ভলভো বাস ওই রাস্তা দিয়েই পেরোতে যাচ্ছিল।

পাশাপাশি থাকা মানুষজন রাস্তার উপরে তাতে পাত জাতীয় কিছু বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে বাসটিকে পারাপার করে দেয়। যেকোনো সময়ে ঘটে যেতে পারত কোন একটি ভয়ঙ্কর দুর্ঘটনা। বরাতজোরে বেঁচে গিয়েছেন বাসের যাত্রী থেকে শুরু করে চালক। কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার না করলে গন্তব্য স্থানে পৌঁছাতে দেরি হবে ঠিকই, কিন্তু প্রাণে বাঁচবেন মানুষজন।

সময়ের দাম সকলেরই আছে, কিন্তু অবশ্যই তা জীবন বিপন্ন করে নয়। “টেক ম্যাগাজিন” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে, সাম্প্রতিক পোস্ট করা ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে। ১০ মিলিয়ন দর্শক এরইমধ্যেই ভিডিওটি দেখে নেওয়ার পাশাপাশি, ৩৬ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে।