“দোকানে যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে রেশন”, পুরুলিয়ার সভা থেকে বললেন মমতা

বিনামূল্যে বাড়িতে পৌঁছে যাবে রেশন। পুরুলিয়ার সভা থেকে রাজ্যবাসীকে এমনই আ’শ্বা’স দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে তিনি আ’শ্বাস দিলেন, সব রকম পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে থাকার। এদিন তিনি রান্নার গ্যা’সে’র মূল্য বৃদ্ধি নিয়ে মোদি সর’কা’রকে তু’লো’ধো’না করলেন তিনি।

কয়েকদিন আগেই বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে গু-রু-তর জ’-‘খ-‘ম হন। দেড় দিন ধরে এসএসকেএম হা’স’পা’তালে ভ”র্তি থাকার পর শুক্রবার বাড়ি ফিরেছেন তিনি।

চলাফেরা করতে হচ্ছে হুইলচে’য়ারে। সামনেই নির্বা’চন। তার আগে এমন ভাবে আ”হ’ত হলেও নির্বা’চনী প্রচারে নামতে দেরি করেননি মুখ্যমন্ত্রী। কিছুদিন রে”স্ট নিয়েই বেরিয়ে পড়েছেন প্রচারে।

পুরুলিয়ার বাঘমুন্ডিতে সোমবার হুইলচেয়ারেই বসে জনস’ভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে ক”টা’ক্ষ করলেন তিনি। দীর্ঘ দশ বছর ধরে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের কথা আরেক বার মানুষকে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “বিনামূল্যে রেশন তো প্রত্যেকে পাবেনই। আগামীতে রেশনের জন্য কাউকে দোকানে যেতে হবে না। প্রত্যেকের বাড়িতেই পৌঁছে যাবে রেশন।”

দীর্ঘদিন ধরে দেশ জুড়ে ক-‘রো-‘না পরিস্থিতির মধ্যে বাংলায় একেবারে বিনামূ’ল্যে রেশন বি’ত’রণ করেছেন মা মাটি মানুষের সর’কার।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন বিলি করার মেয়াদ বাড়িয়ে দেন। শুধু ক-‘রো-‘না পরিস্থিতি বলে নয়, আ’জী’বন বিনামূ’ল্যে রেশন দেওয়ার আ’শ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।