টাকা দিয়ে TRP কিনছে রিপাবলিক টিভি, অভিযোগে শুরু হলো তদন্ত

টাকা দিয়ে ট্যাম রেটিং পয়েন্ট কিনছে রিপাবলিক টিভি! সর্বভারতীয় এই ইংরেজি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। মুম্বাই পুলিশ কমিশনার পুলিশ কমিশনার পরমবীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে অভিযোগ করেছেন। একই অভিযোগ আনা হয়েছে অন্য দুই টিভি চ্যানেলের বিরুদ্ধে। বর্তমানে তদন্ত চলছে। তিনটি শহরের প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে মুম্বাই পুলিশ।

এ ঘটনায় জড়িত দুজন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই পুলিশের পুলিশ কমিশনার পরমবীর সিং বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। যদিও অভিযোগ পুরোপুরি ভাবে অস্বীকার করে গিয়েছেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। চ্যানেল এর পক্ষ থেকে পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে বলে জানা যায়।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো’ হয়েছে, সুসান সিং রাজপুতের ঘটনা নিয়ে প্রচুর ভুল’ খ’বর ছড়িয়েছে রিপাবলিক টিভি। তারই তদন্ত চলছে। একইসঙ্গে উঠেছে টিআরপি বাড়িয়ে দেখানোর বিষয়টি।

পিপলস মিটার বসানোর এক এজেন্সির প্রাক্তন কর্মী সহ আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চ্যানেলগুলির ব্যাংক একাউন্ট খতিয়ে দেখতে চায় মুম্বাই পুলিশ। বিজ্ঞাপন পাওয়ার জন্য চ্যানেলগুলোই কোন অসদুপায় অবলম্বন করে থাকে কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। দরকার পড়লে অভিযুক্ত চ্যানেলের শীর্ষ কর্তাদের সম্পর্কে তদন্ত করবে মুম্বাই পুলিশ। অসাধু উপায়ে যদি কেউ অর্থ সংগ্রহ করে থাকেন তবে তার ব্যাংক একাউন্ট সিজ হবে।

পুলিশ কমিশনার পরমবীর সিং আরো বলেন,”অনেক পরিবারকে বলা হয়, কয়েকটি চ্যানেল সারাদিন চালিয়ে রাখুন। যে পরিবারের কেউ ইংরেজি জানেন না, তাঁরাও ইংরেজি চ্যানেল চালিয়ে রাখেন। সেজন্য তাঁদের মাসে চার থেকে পাঁচ হাজার টাকাও দেওয়া হয়।”

অন্যদিকে রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী বলেন,”পরম বীর সিং রিপাবলিক টিভির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। যেহেতু সুশান্ত সিং রাজপুতের তদন্তে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রিপাবলিক টিভি, সেই কারণেই এ সব বলছেন তিনি। ওঁর বিরুদ্ধে মানহানির মাম’লা দায়ের করবে চ্যানেল কর্তৃপক্ষ।” অর্ণব গোস্বামীর মন্তব্য চ্যানেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়।