নেই বিছানা,নেই পাখা, খাবারে জুটছে বাসি রুটি, কেমন কাটছে রিয়ার জে’লব’ন্দি অবস্থা?

সুশান্ত সিং রাজপুতের রহস্য মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী বর্তমানে রয়েছে মুম্বাইয়ের একমাত্র মহিলা জেল বায়কুল্লা জেলে। কিছুদিন আগেই মা-দ’ক সংযোগ থাকায় রিয়া এবং তার ভাই গ্রেপ্তার হন এনসিবির হাতে।

সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন আরো বেশকিছু জন মা-দ-ক পাচারকারী। ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে তাকে আদালত। ইতিমধ্যেই তার জামিনের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের পক্ষ থেকে। সবকিছুর মধ্যে আসুন জেনে নেওয়া যাক কেমন কাটছে রিয়ার বন্দিদশা।

বর্তমানে রিয়া চক্রবর্তী রয়েছে শীনা বরা কাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জির পাশের সেলে। সেখানেই রাত থেকে দিন দিন থেকে রাত হচ্ছে রিয়া চক্রবর্তীর।সূত্রের খবর, রিয়াকে যে সেলে রাখা হয়েছে সেখানে কোনো বিছানা বা পাখার ব্যবস্থা নেই।

আপাতত নাকি চাটাই বিছিয়ে শুতে হচ্ছে সুশান্তের বান্ধবীকে। অবশ্য কোর্ট আদেশ করলে তাঁর জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করা যাবে বলেও জানা যাচ্ছে। রিয়ার সেলের বাইরে দুজন গার্ডও দিবারাত্রি পাহারা দেন।

সকাল রোল কল এর জন্য বাইরে যেতে হয় রিয়াকে। তারপর সাতটার মধ্যে জল খাবার খেয়ে আবার সেলে ফিরতে হয়। দুপুরের খাবারে ও বিশেষ কিছু আড়ম্বরপূর্ণ থাকে না। ভাত ডাল রুটি আর আলুর তরকারি দিয়েই মধ্যাহ্নভোজন সারতে হয় রিয়াকে।

রিয়া চক্রবর্তী বন্দিদশা খুবই কঠোর যাচ্ছে বলে জানা যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন এগুলি জিয়ার বি’রু’দ্ধে অন্যায় করা হচ্ছে। সেই শাস্তির যোগ্য নয়। তাই রিয়া স্বপক্ষে সরব হয়েছেন একদল জনতা।