“এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করুন”, বাংলাকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এবার বাংলাকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্প চালু করার। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারকে শুক্রবার “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” চালু করার জন্য দেশের শীর্ষ আদালত নির্দেশ দেয়। একইসঙ্গে এই প্রকল্প যাতে খুব দ্রুত চালু করা হয় সেদিকেও নজর দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

পরিসংখ্যান অনুযায়ী, “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্পে যোগ দেওয়ার জন্য আধারের সংযুক্তিকরণ, বায়োমেট্রিকের মাধ্যমে চিহ্নিত করার মতো কাজে অনেকটা এগিয়ে রয়েছে বাংলা।

কেন্দ্র সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের প্রায় ৯৬ শতাংশ রেশন দোকানে বসে গিয়েছে ইলেকট্রনিক পয়েন্ট অব সেল যন্ত্র। রেশন কার্ডের আসল মালিকই চাল-গম নিতে এসেছেন কি না, সেটা চিহ্নিত করা যায় এই যন্ত্রের মাধ্যমে।

একইসঙ্গে জানা গিয়েছে, ৮০ শতাংশ মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে। ফলস্বরূপ, “এক দেশ এক রেশন কার্ড” চালু করার ক্ষেত্রে কোন সমস্যা নেই।

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “রায়ের কথা এখনও জানি না। নির্দেশের কপি দেখে এই বিষয়ে বলব।”

প্রসঙ্গত উল্লেখ্য, ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই “ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড” প্রকল্প চালু করা হয়েছে। এমনটাই বলছে পরিসংখ্যান। তবে দিল্লি, অসম ও পশ্চিমবঙ্গে এই প্রকল্প এখনও চালু হয়নি।

বিশ্লেষকেরা মনে করছেন, এই প্রকল্প চালু হলে পরিযায়ী শ্রমিকরা খুবই উপকৃত হবেন। কারণ, এই প্রকল্পের আওতায় বাংলার কোনও পরিযায়ী শ্রমিক দেশের অন্য যে কোনও রাজ্যে নিজের অংশের রেশন তুলতে পারবেন। সহজ হয়ে যাবে খাদ্য বন্টন প্রক্রিয়া। একইসঙ্গে লাভবান হবেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিযায়ী শ্রমিকরা।