অসাধারণ এক্সপ্রেশনের সাথে বলিউড অভিনেত্রীদের মত নেচে তাক লাগাল ১০ বছরের খুদে, ভিডিও ভাইরাল

বর্তমানে পৃথিবীর খবর জানার জন্য একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া।পৃথিবীর নানা অদ্ভুত আশ্চর্য ঘটনাবলী আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি ও জানতে পারি। এমনকি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক মানুষ তার সুপ্ত প্রতিভা কে বিশ্বের সামনে আনার সুযোগ পান।

আমাদের দেশের কোন কোন এমন অনেক প্রতিভা আছে যারা উপযুক্ত সুযোগের অভাবে সুপ্তই থেকে যান, কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া সেই অসুবিধা দূর করেছে। সিনেমাতে আমরা নানা রকম স্পেশাল ইফেক্ট, এমনকি নায়ক-নায়িকাদের দুর্দান্ত অভিনয়, স্পেশাল ড্রেস এগুলি আমরা দেখতে পাই। কিন্তু এখন স্মার্টফোনের দৌলতে দুনিয়ায় এসে গেছে আমাদের হাতের মুঠোয়।

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় নানা রকম সোশ্যাল মিডিয়া অ্যাপ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোজ, টিকটক, স্নাপ ভিডিও প্রভৃতি। এছাড়াও facebook-youtube ইনস্টাগ্রাম তো আছেই। বিশেষ করে ইনস্ট্রাগ্রামে জনপ্রিয়তা বর্তমানে প্রচুর। বড় বড় সেলিব্রিটির ইনস্টাগ্রাম কে নিজেদের ফটো ভিডিও পোস্ট করার জন্য সবথেকে বড় হাতিয়ার বানিয়ে নিয়েছেন।

আসলে ইনস্টাগ্রাম যে কোন ফটো বা ভিডিও কে অত্যন্ত সুন্দরভাবে প্রদর্শিত করে সকলের সামনে, তাই ইন্সটাগ্রামের জনপ্রিয়তা বর্তমানে বহুল। তবে বর্তমানে এইসব সোশ্যাল মিডিয়ায় কে কাজে লাগিয়ে বহু কিশোর-কিশোরী তাদের নিজেদের প্রতিভাকে বিশ্বের সামনে আনার সুযোগ পেয়েছেন, রাশি শিন্ডে এ রকমই একজন সোশ্যাল মিডিয়া সেন্সেশন।

তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয় অত্যন্ত ভাইরাল। রাসিকে নানারূপে নানাভাবে দেখতে পাই আমরা। কখনো বলিউডি গানে, কখনো পাঞ্জাবি গানে কখনোবা দক্ষিণ ভারতীয় গানে, আবার পোশাকের দিক থেকেও তার জুড়ি মেলা ভার। কখনো জিন্স এবং টপ, কখনো বা শাড়ি, কখনো বা সালোয়ার সবদিকেই রয়েছেন তিনি। তার ভক্তসংখ্যা প্রচুর।

সম্প্রতি তার ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি একটি বলিউডি গানে পারফর্ম করছেন। গানটি হলো “সেকেন্ডহ্যান্ড জাওয়ানি”। গানটি ককটেল সিনেমার, সিনেমায় অভিনয় করেছিলেন শেফ আলী, দীপিকা পাড়ুকোন প্রমুখ অভিনেতা ও অভিনেত্রী। এই গানটিতে তিনি ব্লু কালারের জিনিসের শর্ট ও সাদা প্রিন্টেড টপ পড়েছেন।

এলোচুলে তার পারফরম্যান্স মুগ্ধ করে দিয়েছে সকলকে। তার চোখের এক্সপ্রেশন যেন মন কেড়ে নিয়েছে প্রত্যেকের। গানের তালে তালে তার প্রত্যেকটি স্টেপ একদম নিখুঁত। এত ছোট বয়সে তার এই অভিনয় সত্যিই ঈশ্বর প্রদত্ত। এলোচুলে তার রূপ প্রতিভা মাত করে দিয়েছে সকলকে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। প্রায হাজার হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে। ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। এত কম বয়সে তার এই প্রতিভা সত্যি ঈশ্বর প্রদত্ত। এভাবেই তিনি বারবার মুগ্ধ করেছে দর্শকদের।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রথম সারিতেই রয়েছেন তিনি। অনেকেই তাঁকে বলিউডের নায়িকা হিসেবে দেখতে চান, যদিও তিনি সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তার বক্তব্য এখনো তিনি ছোট তাই তার পড়াশোনা চালিয়ে যাওয়া খুব জরুরী। সেক্ষেত্রে এখন এইভাবে সোশ্যাল মিডিয়ায় থাকতে চান তিনি। শেষ পর্যন্ত ভবিষ্যতে কি হবে তা সময়ই বলবে। তিনি যেন এভাবেই এগিয়ে যান এই প্রার্থনা করি আমরা।