অসাধারণ এক্সপ্রেশনের সাথে নেচে ফের নেটদুনিয়া কাঁপাল ১০ বছরের কিশোরী, রইলো ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে দেখি। বিশেষত নাচের ভিডিও আমাদের কাছে খুবই জনপ্রিয়।

ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করেন। পুরনো দিনের গান হোক কিংবা নতুন যুগের গান, যে কোন গানেই অনবদ্য

পারফরম্যান্স দেখিয়ে ভাইরাল হয় অনেকেই। সোশ্যাল মিডিয়া থেকে রাতারাতি অনেকেই আবার সেলিব্রিটি তৈরি হয়ে গিয়েছেন।

এবার “বানকে তিতলি দিল উড়া” গানে নাচতে দেখা গিয়েছে এক কন্যাকে। তার বয়স ১০ থেকে ১২ বছর। এইটুকু বয়সে মধ্যেই

সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন মেয়েটি। তার নাম রাশি শিন্ডে। তার ভালো নাম অশ্বিনী শিন্ডে। যদিও সে রাশি শিন্ডে নামেই বেশি পরিচিত।

ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় বহুবার নিজের নাচ এবং এক্সপ্রেশন দেখিয়ে ভাইরাল হয়েছে এই মেয়েটি। এবারও তার ব্যতিক্রম হল না।

“চেন্নাই এক্সপ্রেস” সিনেমার জনপ্রিয় গান “বানকে তিতলি দিল উড়া”। সুরকার গোপি সুন্দরের কম্পোজিশনে সংগীতশিল্পী চিন্ময়ীর গাওয়া

এই গান সকলের কাছে এক অন্যরকম গ্রহণযোগ্যতা পেয়েছিল। সেই সময় বেশিরভাগ লোকের কলার টিউনে হোক কিংবা রিংটনে এই গানটা শোনা যেত।

চেন্নাই এক্সপ্রেস সিনেমা তে এই গানটিতে রোমান্স করতে দেখা গিয়েছিল শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনকে।

সবুজ ল্যান্ডস্কেপের মাঝে শাহরুখ-দীপিকার রোমান্স ছিল সত্যিই নজরকাড়া। “বানকে তিতলি দিল উড়া” গানের বিশেষত্ব শুধু এখানেই নয়।

দীপিকার পোশাকেও ছিল দক্ষিণী ছোঁয়া। একইসঙ্গে ক্লাসিক্যাল নৃত্যের ভরতনাট্যমে নাচতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোনকে।

নায়ক-নায়িকার সাজপোশাক গানটিকে অন্য এক মাত্রা দিয়েছে। এবার ওই গানেই নেচে ভাইরাল হলো এক বছর দশেকের কন্যা।

তাকেও দেখা গিয়েছে দক্ষিণ ভারতীয় পোশাকে। কমলা এবং গোল্ডেনের সংমিশ্রণে দক্ষিণ ভারতীয় শাড়ি, মাথায় টিকলি, কপালে টিপ, কানের দুল, গলায় ভারী জুয়েলারি।

তাতেই অসাধারণ মানিয়ে গিয়েছে তাঁকে। বছর-দশেকের ছোট্ট মেয়েটিকে চুলে খোঁপা বেঁধে আরও বেশ খানিকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

তার এই সৌন্দর্য সত্যিই নজরকাড়া। একই সঙ্গে তার লিপসিং এবং এক্সপ্রেশন একেবারে অনবদ্য। ইতিপূর্বে মেয়েটি টিকটক নামক অ্যাপ্লিকেশনটিতে ভিডিও বানাতো।

বর্তমানে টিকটক বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে তার রয়েছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম একাউন্ট।

আর এই সকল অ্যাপ্লিকেশনগুলো থাকে সে প্রত্যেকদিন নিজের বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতে থাকে। তার প্রত্যেকটি ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

রাশি শিন্ডে, সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় একটি নাম। কম বয়সে ভাইরাল হয়ে যাওয়া এই কন্যা অসাধারণ প্রতিভার অধিকারী।

বর্তমানে তার ফ্যান পেজ রয়েছে। এমনকি অনেকেই তার বানানো ভিডিও একত্রিত করে নিজেদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে।

সেই সকল ভিডিও গুলো ভাইরাল হয়ে যায়। কারণ একটাই, মেয়েটির অসাধারন নাচের দক্ষতা ও এক্সপ্রেশন। বড় হয়ে রাশি একজন ভালো মডেল হতে পারবে,

সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা যায় না। “রাশি শিন্ডে” নামক একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সে তার এই নাচের ভিডিও পোস্ট করেছে। পোস্ট করা মাত্রই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।

এখনো পর্যন্ত তার এই ভিডিওর দর্শক সংখ্যা ৫৫ হাজার। তার সাথে প্রচুর লাইকের পাশাপাশি রয়েছে কমেন্ট। সকলেই রাশির নাচের প্রশংসায় পঞ্চমুখ।