







মানুষ যেন ট্রেন্ডিং-এর জোয়ারে ভাসছে। আশেপাশে যাইই দেখিনা কেন, সবটাই এখন ট্রেন্ডিং। চুন থেকে পান খসলেই যেকোন কিছু হয়ে যায় ভাইরাল। করোনা মরসুম দেশ থেকে এখনও বিদায় হয়নি। তার আগেই জনকূলের মাথায় আরও একটি ভাইরাসের ছাওনি পড়েছে!আর ওমিক্রনের প্রভাবও এখন দেশে পড়েই গেছে।




রানাঘাটের রানু মন্ডল ৬ নম্বর প্লাটফর্ম থেকে অতীন্দ্র চক্রবর্তীর হাত ধরে সোজা পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের প্লেব্যাক সিংগিং এর স্টুডিওতে। রাতারাতি একজন ভিখারিনী থেকে পরিণত হয়েছিলেন দেশবরেণ্য সংগীতশিল্পীতে এমনকি বহু মানুষ তাকে ভালবেসে “লতাকণ্ঠী” নামেও সম্মোধন করেছিলেন।




২০১৯ সালের এমন করে দূর্গা পূজার প্যান্ডেল পাওয়া যাবে না যেখানে তার গান “তেরি মেরি কাহানি” বাজেনি! রাতারাতি যে তিনি এত বিখ্যাত হয়ে গিয়েছিলেন কিন্তু তার ফলে তার ওপর দাম্ভিকতার প্রভাব পড়ে। ফটো তুলতে এসে ফ্যানের সাথে দুব্যবহার থেকে শুরু করে তার শো এর প্রযোজকদের একের পরে এক অভিযোগ- সবকিছু মিলিয়ে মিশিয়ে রানু মন্ডল স্টারডম রীতিমতো ধুলিস্যাৎ হয়ে যায়।




তিনি ফের ফিরে আসেন তার রানাঘাটের বাড়িতেই। আর এখন তিনি বলতে গেলে আবার আগের মতনই জীবনযাপন করছেন। রাতারাতি প্লেব্যাক সিঙ্গার হয়ে উঠলেও যে সোশ্যাল মিডিয়াতাকে ভাইরাল করেছিল সেই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন অব্দি তার পিছু ছাড়েনি। কিছু সপ্তা আগেই রানু মন্ডল এর একটি গানের ভিডিও ভাইরাল হয়।




যেখানে দেখা যায় রানু মন্ডল বেশ দারুণভাবেই তার বাড়ির সামনে বসে গান করছে। যদিও বা রানু মন্ডল এর এই গানের ভিডিওটি ভাইরাল হয়েছে তা তিন সপ্তা হয়ে গেছে কিন্তু এখনো রানুদির এই গানের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল লেগেই আছে।




এই ভিডিওটা এটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে যে ঔ রানু মন্ডলের এখন আর বলিউড থেকে কোনো ডাকই আসে না কিন্তু তাও রানুদির মধ্যে তার কোনো প্রভাবই পড়েনি তিনি বেশ নিজের মনে আনন্দেই আছেন। তাইতো এখনো এতো ভালো করে তিনি গান করে যাচ্ছেন। আর সেই গানের ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়ে গেছে।








বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ এর অভিনয় করা “বদনাম” সিনেমা টা তো আপনাদের সকলেরই দেখা। আর এই সিনেমার বিখ্যাত গান ‘আলকা ইয়াগ্নিক’ এর গাওয়া “ঝাল লেগেছে আমার ঝাল”এই গানটি এখন অব্দি খুবই জনপ্রিয়। পুজো বলুন বা যে কোন অনুষ্ঠানে এই গান এখন অব্দি বাজতে শোনা যায়।
Video_ Ramadhan porichoy (yt) pic.twitter.com/9f5ZESbTop
— Aaj Sakal (@AajSakal) January 13, 2022
আর রানু মন্ডল এই ‘ঝাল লেগেছে আমার ঝাল’ গানটি এখানে গাইছে। আর হ্যাঁ তিনি যে শুধু গান গাইছেন তা কিন্তু নয় গানের নাম যেহেতু ‘ঝাল লেগেছে আমার ঝাল’ তাই তিনি একটা লঙ্কা হাতে করে নিয়ে গানটি গাইছেন। সত্যি বলতে হয় রানুদির গলার কোন জবাব হয়না। কি দারুন ভাবে এই গানটি গেয়েছেন তিনি।




বাড়ির জামাকাপড় পড়েই দুর্দান্তভাবে গান গাইতে লেগে গেছেন রানুদি। রানু মন্ডল এর এই অসাধারণ গানের ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর এখনো অব্দি নেটিজেনদের এই ভিডিওটি নিয়ে কথাবার্তা লেগেই আছে।
কোন মিউজিক ছাড়াই খালি গলায় হাতে লঙ্কা নিয়ে কি দারুণভাবেই না গান গেয়ে চলেছেন রানুদি। আর এই ভিডিও Rondhon Porichoy নামের এক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। ভিডিওটির ভিউজ পড়ে গেছে ৭২৫ হাজারের ওপরে। খালি গলায় রানু মন্ডলের এমন দুর্ধর্ষ গানের গলা শুনে নেটিজেনরা সকলেই প্রায় মুগ্ধতায় ভেসে গেছেন।