কুমার শানুর গান গেয়ে তাক লাগালেন বাঙালি শ্রমিক যুবক, ভিডিও ভাইরাল

প্রতিভা এমন এক জিনিস যা কারোর আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না। প্রতিভা ধনি গরিব দেখে হয়না। এমনি এক প্রতিভার দেখা মিলল বাংলায়। পেশায় তিনি দিনমজুর। কাজের খোঁজে ভিন রাজ্যে থাকা।

সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে অনেকেই ভাইরাল হয়েছেন। এবার একজন কুমার শানু কণ্ঠি গায়ক এর সন্ধান মিলল। কুমার সানুর গান গেয়ে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ওই শ্রমিক যুবক।

সর্বপ্রথম রানু মণ্ডলের সাফল্য দেখে অবাক হয়েছিলেন সকলেই। কিন্তু শুধু রানু মন্ডল না তার মতো বহু প্রতিভাবান ব্যক্তিদের প্রতিভা সমাজের চাপে বাইরে এসে না। কখনো কখনো সেগুলো স্বীকৃতি পায় না। অনেক সময়ে সংসারের চা’পে সেগুলি সুপ্তই থেকে যায়।

তাই এবার সেই রকমই একটি সুপ্ত প্রতিভাবান ব্যক্তির প্রতিভা কে জনসমক্ষে তুলে ধরলো ইন্ডিয়া মিক্সট ভিডিও নামে এক ইউটিউব চ্যানেল। সামাজিক মাধ্যম গুলি এ পর্যন্ত অনেক প্রতিভা কি স্বীকৃতি দিয়েছে। তাই সোশ্যাল মিডিয়ার থেকে বড় প্রতিভা প্রদর্শনের মঞ্চ আর কিছু হতেই পারে না।

সম্প্রতি ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রাজু দাস নামে এক পরিযায়ী শ্রমিক অসম্ভব দক্ষতার সাথে অবিকল কুমার শানুর কন্ঠে গাওয়া “প্রিয়তমা মনে রেখো” গানটি গেয়েছেন।

তার গলায় প্রশিক্ষণের কোন ছাপ নেই তার সত্বেও খালি গলায় তার এই গানটি অসাধারণ মুগ্ধতার সৃষ্টি করেছে। নেটিজেনরা প্রত্যেকেই তার প্রশং’সা করেছেন। কেউ কেউ আবার বলেছেন হুবহু কুমার শানুর গলাতেই গান গেয়েছেন তিনি।

রাজু দাস একজন পরিযায়ী শ্রমিক। ক’রোনা আবহে কাজ হারিয়ে ফিরে এসেছে। ভিনদেশে কাজ করতে গিয়ে আটকে পড়ে একজন শ্রমিক রাজ্যে তাদের নাম দেওয়া হয় পরিযায়ী শ্রমিক অথচ তারা এই দেশেরই নাগরিক।

রাজ্যের আ’ইন অনেকাং’শ তাদের ওপর নির্ভরশীল তবুও তাদের ওপর চ’রম অব’হেলা হয়েছে এই কঠিন পরিস্থিতিতে। কাজ হারিয়েছে তারা দারি’দ্রতায় জী’র্ণ তাদের দে’হ মন। আর্থিক অনটন থাকলেও প্রতিভার কমতি নেই রাজু দাসের মধ্যে।

প্রতিভা ও এতোদিন দারি’দ্রতার ঘেরাটোপে আটকে ছিল। কিন্তু সামাজিক মাধ্যমগুলো আসার ফলে অসাধারণ প্রতিভা জনসমক্ষে মুক্তি পাওয়ার একটা পথ খুঁজে পেলো।

শ্রমিক যুবক রাজু দাসের গলায় গাওয়া অসাধারণ এই গানটি নেটদুনিয়া তোলপাড় করে। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বহু মানুষ কমেন্টে প্রশং’সা ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। আগামী দিনে তিনি যাতে আরো গান উপহার দিতে পারেন সেই আশাতেই রয়েছে সংগীত প্রেমী নেটিজন মহল।