“আমি বিজেপি না তৃণমূলে, সময় হলে ঠিক জানাব”, বিতর্কিত মন্তব্য রাহুল সিনহার

বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা কি তবে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন? তারই বিতর্কিত মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের দুই নেতার ফোন করার কথা নিজের মুখে রাহুল সিনহা স্বীকার করেছেন।

বিজেপিতে কেন্দ্রীয় সম্পাদকের পদ হারিয়ে অবশেষে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন, তা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে রাহুল সিনহাকে উৎখাত করে বসানো হয়েছে মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল সিনহা। তিনি বলেন,৪০ বছর বিজেপির সেবা করার দারুন পুরস্কার পেলেন। তৃণমূল নেতা আসবে, তাই তাঁকে সরতে হবে। এর থেকে বড় অপমান আর কী আছে। ১০-১২ দিনের মধ্যেই এর জবাব দেবেন বলেও জানান তিনি।

সেদিনের মন্তব্যেই রাহুল সিনহার বিজেপি ত্যাগের ইঙ্গিত মিলেছিল। এদিন রাহুল সিনহা জানান,”তৃণমূলের দুই সম্মানীয় নেতা তাঁকে ফোন করেছিলেন। তাঁদের সঙ্গে আমার কথা হয়েছে।

তৃণমূলের দুই নেতা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, কেন্দ্রীয় সম্পাদকের পদ হারানোর পর আগামী দিনে আপনার কী ভাবনা? নিছকই সৌজন্য ফোন। অনেকেই ফোন করেছিলেন। কথা হয়েছে”।

তবে কি একুশের বিধানসভা নির্বাচনের আগে রাহুল সিনহা তৃণমূলে যোগদান করবেন? এই নিয়ে জল্পনা বাড়ছে। বিজেপিতে চরম ধাক্কা খাওয়ার পর তিনি যে বড় কোনো পদক্ষেপ নিতে পারেন তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের নিয়ে বিতর্ক তৈরি হতে পারে তা আগে থেকে আঁচ করতে পেরে, অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা ফোন করেছিলেন বলে তিনি জানান।