এবার পুরোহিত ভাতাতেও দুর্নীতির অভিযোগ! তালিকায় সাহা,ঘোষ, বিশ্বাসদের নাম, ক্ষুদ্ধ ব্রাহ্মণরা

দুর্নীতি ছাড়া রাজ্য এযেন স্বপ্নেও সম্ভব নয়।আমফান আবহের সময় অজস্র দুর্নী’তি দেখা গিয়েছিল এবার দেখা মিলল পুরোহিত ভাতাতেও একই রকম দুর্নীতি। পুরোহিত ভাতার লিস্টে তৃণমূল জেলা পরিষদ সদস্যের স্বামী নিলয় সাহার নাম বেরোতেই বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন পুরোহিতরা।

আগের মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত ভাতার মাধ্যমে পশ্চিমবঙ্গের ৮,০০০ পুরোহিতকে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে। পুরোহিত ভাতার লিস্ট দেখে আবার সামনে এলো তৃণমূলের দু’র্নীতি।

বিজেপিদের করা অভিযোগ যে, ‘রাজ্য সরকারের এই প্রকল্প আসলে দলের কেষ্টবিষ্টুদের টাকা পাইয়ে দেওয়ার নতুন প্রকল্প ।’ সেই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলো।

টিনা সাহা অবশ্য এই দুর্নীতির দায় এড়িয়ে যেতে বলছেন,’আমার আশঙ্কা দলেরই কেউ চ’ক্রান্ত করে আমার স্বামীর নাম তালিকায় ঢুকিয়েছে। আমরা ব্রাহ্মণ নই তাই পুরোহিত ভাতার তালিকায় আমার স্বামীর নাম থাকার কথা নয়।’ টিনা সাহা নিজে এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলেও জানিয়েছে।

তেহট্টের পুরোহিতরা অভিযোগ করেছে, যারা পুরোহিত নয় ,ঘোষ, সরকার, বিশ্বাস পদবির ব্যক্তি তাদের ও নাম পুরোহিত ভাতার লিস্টে রয়েছে। তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও অচ্যূতানন্দ পাঠক বলেছেন, ‘পুরোহিত ভাতার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে নথি চেয়ে পাঠানো হয়েছে। নথি পরীক্ষা করার পরই যোগ্য ব্যক্তিদের ভাতার জন্য বেছে নেওয়া হবে। ‘