বর্ধমানের মেয়ের অসাধারন গানের সুরে তোলপাড় দেশ, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

বরাবরই ভারতীয় সংগীত শিল্পে বাঙালীদের একটি বিশেষ স্থান‌ রয়েছে। সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিবছরই নানান রকম রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়। তারমধ্যে সঙ্গীত রিয়েলিটি শো গুলি অন্যতম। কিন্তু একটু পরিসংখ্যান ঘাটলেই দেখা যায় যে, বেশিরভাগ গানের রিয়েলিটি শো গুলির বিজেতা হয়ে থাকেন কোনো না কোনো বাঙালি। বলিউডেও অনেক বাঙালি সংগীতশিল্পী নিজেদের পরি’তক্ত একটি জায়গা তৈরি করে নিয়েছে।

তার উজ্জ্বল উদাহরণ অরিজিৎ সিং। তবে হ্যাঁ অরিজিৎ সিং সারেগামাপার বিজেতা হতে পারেননি ঠিকই কিন্তু তার থেকেও বড়ো সাফ’ল্য অর্জন করেছেন তিনি জীবনে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক প্রতিভার সাথে রোজদিন পরিচিত হয়। বর্তমান প্রযুক্তির যুগে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরার সহজ মাধ্যমের একটি হল এই সোশ্যাল মিডিয়া।

প্রীতি ভট্টাচার্য বাঙালি সংগীত প্রেমীদের কাছে পরিচিত এক নাম। গতবছর তার সুরের জা’দুতে তোলপাড় হয়েছিল দেশ। তার ক’ণ্ঠে মু’গ্ধ বড় বড় সংগীত শিল্পী। বাঙালি খুদে জিতে নিয়েছে সুপারস্টার সিঙ্গারের খেতাব। বর্ধমানের ঘরের মেয়ে প্রীতি ভট্টাচার্য। তার ক’ণ্ঠই একসময় দেশ কাঁপিয়েছে।

হিমেশ রেশমিয়া, অলকা ইয়াগ্নিক, জাবেদ আলীর মতো প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা প্রায়ই তাঁর গানের ভূয়সি প্রশং’সা করতেন। ভারতের বিভিন্ন জায়গা থেকে উঠে আসা বিভিন্ন প্রতিযোগিদের হারিয়ে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে জয়লাভ করেছিল ৯ বছরের ছোট্ট প্রিতি।

শো শেষ হয়ে যাওয়ার পরেও তার বিভিন্ন ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই রকমই সুপারস্টার সিঙ্গারের মঞ্চের একটি ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে প্রীতি ভট্টাচার্য কে দেখা যাচ্ছে, “তুমসে মিলনে কো দিল কারতা হে” গানটি গাইতে।

প্রীতির কন্ঠ যতটা মিষ্টি ততটাই মিষ্টি সে নিজেও। তার কণ্ঠের সাথে তার অভি’ব্যক্তি ও সমান দৃষ্টি আক’র্ষণ করে, যা তাকে সুপারস্টার সিঙ্গারের খেতাব জিতিয়েছে। প্রীতির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তার ফ্যানেরা তার গানের ভিডিও রোজদিন শেয়ার করতে থাকে। কমেন্ট সেকশন জুড়ে আগামী দিনের জন্য শুভে’চ্ছার ঝড়।