লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে অসাধারণ গান গেয়ে ভাইরাল বঙ্গতনয়া, তুমুল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া, বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের প্রতিভা সবার সামনে আনার সবথেকে সহজ গণমা’ধ্যম! শুধু সামনে আনাই নয়, রীতিমত শে’য়ারের ঝড় তুলে ভাইরাল হওয়াও খুব স্বাভাবিক যদি তেমনই গু’ণ থাকে!

তেমন করেই ফেসবুকে ভাইরাল হলেন এক বঙ্গতনয়া, পৌষালী সাহু নামের ওই বঙ্গতনয়া কি এমন করলেন যে তিনি হয়ে উঠলেন সবার আক’র্ষণের কেন্দ্রবিন্দু? হাম দোনো সিনেমার মুহাম্মদ রফি ও আশা ভোঁসলের বিখ্যাত গান “আভি না যাও ছোড় কে” রীতিমত অবলী’লাক্রমে খালি গ’লায় গেয়ে বা’জিমাত করেছেন পৌষালী, হয়ে উঠেছেন সবার নয়’নের মণি!

গানের জগতে কি খুব নতুন তিনি? কি বলছেন পৌষালী? তিনি জানান, “কলকাতায় জ’ন্ম এবং বড়ো হয়ে ওঠার সুবাদে বাংলার সুর আমার ‘র*ক্তে, খুব ছোটোবেলায় কীর্তন গাইতে ভালোবাসতাম। তবে জীবনের অনেকটা সময় বাবার সাথে মার্চেন্ট শিপেই কেটেছে।

তাই শুধু বাংলার সুর নয়, রীতিমত ল্যাটিন, ফিলিপিন্স, পাকিস্তানি এমনকি স্থানীয় মানুষদের আঞ্চলিক সুরের প্রভাবও যথেষ্ট আমার জী’বনে।” পৌষালী আরো জানান, “খুব ছোটোবেলায় সুযোগ ঘটেছে প্রখ্যাত গায়ক গায়িকা যেমন, অনুপ ঘোষাল এবং হৈমন্তী শুক্লার সাথে স্টেজ শেয়ারের,

তথাকথিত শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ না থাকলেও ছোটো থেকে মা, ঠাম্মাকে গান গাইতে শুনে বড়ো হয়েছি, কানে সুর বসে গেছে, তাই গ’লায় গান!”

দূরদর্শন কলকাতা ‘ছুটি ছুটি’ অনুষ্ঠানের শি’শুশিল্পী ছিলেন পৌষালী, এমনকি দূরদর্শনের প্রথম রিয়ালিটি শো, ‘মেরি আওয়াজ শুনো’ র মঞ্চেও ডাক পেয়েছেন প্রতিযোগী হিসেবে!

বর্তমানে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তরের পর এমবিএ করেছেন পৌষালী, তার মাঝেই গান তাঁর জীবনের অবি’চ্ছেদ্য অ’ঙ্গ হয়ে উঠেছে। এমনকি অফিস মিটিংয়েও তাঁর মাথায় নাকি গানই গুনগুন করে, এমনটাই জানাচ্ছেন পৌষালী!

গানকে পেশা করার কথা কি ভাবছেন তিনি? উত্তরে পৌষালী জানান, যতটা সময় গানকে দেওয়া উচিত ততটা এখনও দিয়ে উঠতে পারছেন না, তবে তার মধ্যেও যতটা করা যায় আর কি!

প্রিয় গায়ক, গায়িকা, সুরকার কে এই বঙ্গকন্যার? উত্তরে জানান তিনি, “সেমি ক্লাসিকাল বরাবরের পছন্দ, প্রিয় গীতিকার, সুরকার অবশ্যই সলিল চৌধুরী।

প্রিয় গায়ক মহম্মদ রফি, আর গায়িকা? সুরসম্রা’জ্ঞী, লতা মঙ্গেশকর!” আশা রাখি, সুরের সা’ম্পানে ভাসতে থাকা এই বঙ্গতনয়ার থেকে ভবিষ্যতে আরো অনেক সমৃ’দ্ধ হবে শ্রোতারা, অনেক সুন্দর গানে গানে ভরিয়ে দেবেন তিনি সবাইকে!