



২০ দিনের লড়াই শেষ, হল না মিরাকল। দীর্ঘ লড়াইয়ে হার মানতে হয়েছিল ঐন্দ্রিলাকে। মাত্র ২৪ বছর বয়সেই চলে গেছেন ঐন্দ্রিলা শর্মা।




২০২২-এর ২রা নভেম্বর থেকে হাওড়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঐন্দ্রিলাকে। জীবনের একদম ছোট্ট সময় থেকেই ফাইট করে চলেছেন তিনি।




প্রথম জন্মদিনে জানতে পারেন তার ক্যান্সারের কথা! ২০১৫ সালে অস্থিমজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমো,




থেরাপি চলে। এর আগে দু’বার ক্যানসারকে হার মানিয়েও ফের একবার কঠিন সময় এসেছে তাঁর জীবনে। লড়াই করেছেন কর্কটের মতো,
View this post on Instagram
মারণ রোগের সাথে। চিকিৎসার কারণে শত কষ্ট সহ্য করে হেলায় হারিয়েছেন কর্কট রোগকে। কর্কট রোগের সময় প্রত্যহ জটিল চিকিৎসার কারণে পাশে থেকেছেন তার পরিবারের সদস্যরা। থেকেছেন সব্যসাচী চৌধুরী। গত বছর পয়লা নভেম্বর আচমকা অসুস্থ হয়ে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। সেই থেকে হাসপাতালে তাঁর পাশে ছিলেন বন্ধু-প্রেমিক-অভিনেতা সব্যসাচী চৌধুরী।
ঐন্দ্রিলার ক্যানসার যুদ্ধের সময়ও এই সব্যসাচীই ছিলেন তাঁর মানসিক জোর। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা কোনভাবেই করা গেল না। অভিনেত্রী মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছিলেন তার ভক্তরা পর্যন্ত। অভিনেত্রী ভক্তরা প্রায় অনেকেই জানেন তার পছন্দের দুটো পোশা কুকুরের ব্যাপারে। বোজো এবং তোজো নামের দু’টি পাগ ছিল ঐন্দ্রিলা শর্মার। আসলে বরাবরই ডগ লাভার ঐন্দ্রিলা শর্মা।
লকডাউনে কিন্তু পোষ্যদের সঙ্গেও অনেকটা সময় কাটিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলা তার পোষ্য কুকুরের সাথে একটি মিষ্টি ছবি ভাইরাল হয়েছে খুব পরিমাণে। যেই ছবি ঐন্দ্রিলা একসময় তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নিজেই আপলোড করেছিলেন। ভাইরাল ছবিতে দেখা গেল, নিজের প্রাণের চেয়েও ভালোবাসার পোষা কুকুরকে নিয়ে সমুদ্রে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
ছবিটি আপলোড করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, “আমার বাচ্চারা প্রথমবারের জন্য সমুদ্র উপভোগ করল”। ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে নিজের পোষা কুকুরকে প্রথমবারের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকি তাকে কোলে করে নিয়ে নিজেও সমুদ্রে নেমে ছিলেন। ছবিটি একেবারে মন কেড়ে নিয়েছে সকল ভক্তদের। বর্তমানে এই ছবি অসংখ্য মানুষের লাইক করেছেন আর সাথে কমেন্টে ভরিয়ে দিয়েছে ভক্তরা।